বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
কাতার বিশ্বকাপ বসছে ২০২২ সালে। আসরটিকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাছাই পার্বের খেলা। গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বাছাইপর্বের ড্র।
ফিফা ডটকমের খবরে জানা গেছে, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ‘এ’ গ্রুপে। চারবারের বিশ্বকাপজয়ী ইতালি ‘সি’ গ্রুপে। গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ‘ডি’ গ্রুপে। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম ‘ই’ গ্রুপে। আর ‘আই’ গ্রুপে ইংল্যান্ড ও জার্মানি ‘জে’ গ্রুপে।
বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব করোনার পর আবার শুরু হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে গত অক্টোবরে। আগামী বছর মার্চ থেকে শুরু হচ্ছে ইউরোপের বাছাইপর্ব। শেষ হবে নভেম্বরে। ১০টি গ্রুপের শীর্ষস্থান পাওয়া দল চূড়ান্তপর্বে জায়গা পাবে। ১০ গ্রুপের রানার্সআপ ও উয়েফা নেশন্স লিগের দুই দলকে নিয়ে ১২ দলের প্লে-অফ শেষ হবে ২০২২ সালের মার্চে।
এক নজরে দেখে নিন কোন গ্রুপে কারা খেলবে :
‘এ’ গ্রুপ : পর্তুগাল, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও আজারবাইজান।
‘বি গ্রুপ : স্পেন, সুইডেন, গ্রিস, জর্জিয়া ও কসোভো।
‘সি’ গ্রুপ : ইতালি, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া ও লিথুনিয়া।
‘ডি’ গ্রুপ : ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া ও কাজাখস্তান।
‘ই’ গ্রুপ : বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ওয়েলস, বেলারুশ ও এস্তোনিয়া।
‘এফ’ গ্রুপ : ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, ইসরায়েল, ফারো আইল্যান্ডস, মলদোভা।
গ্রুপ ‘জি’ : নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রাল্টার।
গ্রুপ ‘এইচ’ : ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস ও মাল্টা।
‘আই’ গ্রুপ : ইংল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা ও স্যান মেরিনো।
‘জে’ গ্রুপ : জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া ও লিখটেনস্টাইন।
Posted ৩:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh