বাংলাদেশ ডেস্ক : | সোমবার, ১৭ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্গরাজ্যে সিনসিনাটি শহরের বাসিন্দাদের ‘ভয়ঙ্কর’ এক রাত কাটল। গত শনিবার দিবাগত রাতে শহরটি জুড়ে তাণ্ডব চালিয়েছে বন্দুকধারীরা। আলজাজিরা জানায়, সিনসিনাটি শহরে একাধিক হামলায় ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে, এর মধ্যে মারা গেছেন অন্তত ৪ জন।
গত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ৩ লাখ বাসিন্দার শহর সিনসিনাটিতে এ বন্দুক হামলা শুরু হয়। ওয়ালনাট হিলস এলাকায় হামলা আহত হন তিনজন ব্যক্তি।
রাত সাড়ে ১২টার দিকে ফোন পেয়ে পুলিশ অ্যাভোনদালে এলাকায় যায়। সেখানে ২১ বছর বয়সী এক তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। তাকে উদ্ধার করে স্থানীয় সিনিসিনাটি ইউনিভার্সিটি মেডিকেল সিন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ এক বিবৃতিতে জানান, আরও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর রাত সোয়া দুইটায় পুলিশ ওভার দ্য রাইন এলাকা থেকে উদ্ধার করে গুলিবিদ্ধ ১০ জনকে। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। ইউনিভার্সিটি মেডিকেলে মারা যান আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ৬০ থেকে ৯০ মিনিটের ব্যবধানে একেকটি বন্দুক হামলা ঘটে। সিনসিনাটির অ্যাসিস্টেন্ট পুলিশ চিফ পল নেউডিগেইট জানান, আলাদা আলাদাভাবে বন্দুক হামলাগুলো হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে প্রত্যেকটি ঘটনায় খুবই ভয়াবহ ও মর্মান্তিক। শহরের ওয়েস্ট এন্ডে আরেক হামলায় নিহত হন চতুর্থজন। তার সম্পর্কে পুলিশ তাটক্ষণিক কিছু জানায়নি। স্থানীয় চ্যানেলে বলা হয়, রবিবার সকালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং মারা যান। এদিকে কারা এ বন্দুক হামলা ঘটিয়েছে সেসম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। কোনো ঘটনাতেই সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh