বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১১ জুলাই ২০২১
উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা হাতে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি
উইম্বলডন ওপেনের নারী এককের শিরোপা জয় করেছেন বিশ্বের নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ান টেনিসার অ্যাশলে বার্টি। ১০ জুলাই (শনিবার) তিনি চেক রিপাবলিকের টেনিসার ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৬-৭ (৭-৪), ৬-৩ হারিয়ে শিরোপা জয় করেন। অ্যাশলে বার্টি তার ক্যারিয়ারে এর আগে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেন। ফ্রেঞ্চ ওপেনের পর টেনিস কোর্টে বেশ কয়েক দিন খারাপ সময় যায় বার্টির।
আর এ কারণে মাঝে টেনিস ছেড়ে অস্ট্রেলিয়ার মেয়েদের বিগব্যাশ ক্রিকেট লিগেও খেলেছিলেন তিনি। তবে নিজের আসল ঠিকানা টেনিসে আবার ফিরে আসেন তিনি। অপরদিকে প্লিসকোভা তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেন।
কিন্তু দুইবারই তাকে ফিরতে হয়েছে খালি হাতে। ম্যাচটিতে বার্টি প্রথম সেটে ৬-৩ ব্যবধানে সহজ জয় তুলে নেন। কিন্তু দ্বিতীয় সেটে গিয়ে প্লিসকোভা ঘুরে দাঁড়িয়ে বার্টিকে ৬-৭ (৭-৪) সেটে হারিয়ে দেন। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। সেটি বার্টি জেতেন ৬-৩ ব্যবধানে।
Posted ২:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh