বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
ছবি : রয়টার্স
বিশ্বের সেরা টেনিস তারকা তিনি। উইম্বলডনেরও ফেভারিট ছিলেন তিনি। তবে সেই আরিনা সাবালেঙ্কার আর ফাইনালেই খেলা হচ্ছে না। তাকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন আমান্ডা অনিশিমোভা।
সেন্টার কোর্টে প্রচণ্ড গরমে দুই পাওয়ার হিটারের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে জয় পেয়েছেন আমেরিকান তারকা আমান্ডা। এটি তার প্রথম উইম্বলডন ফাইনাল। ২৩ বছর বয়সী অনিশিমোভা ফাইনালে খেলবেন পোলিশ তারকা ইগা শোয়ানটেক অথবা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের বিপক্ষে। ফাইনালটি হবে শনিবার।
ম্যাচটা আমান্ডার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। কারণ ২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর কিছুটা হারিয়ে গিয়েছিলেন হতাশা আর মানসিক চাপে।
২০২৩ সালে তিনি টেনিস থেকে আট মাসের বিরতিও নেন। তখন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন, চাপ সামলাতে না পেরে খেলায় মনোযোগ দিতে পারছিলেন না। ফিরে আসার পর র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন ৪০০-এর নিচে।
কিন্তু এ বছর ফেব্রুয়ারিতে কাতার ওপেন জিতে আবার আলোচনায় আসেন অনিশিমোভা। এরপর জুনে কুইন্স ক্লাবের ফাইনাল খেলেন। এখন উইম্বলডনের ফাইনালে উঠে জীবনের সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে তিনি। আগামী সপ্তাহে প্রথমবারের মতো বিশ্বের সেরা দশে ঢুকছেন তিনি।
সাবালেঙ্কার জন্য এটি আরও একটি হতাশাজনক হার। এই নিয়ে টানা তৃতীয়বার উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। এ বছর এখনো কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কোকো গফের কাছে হারের পর এটিও হলো আরেকটি বড় ধাক্কা।
ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাসা। প্রথম সেটে অনিশিমোভা চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটে তিনি ডাবল ফল্ট করলে সেটটি জিতে নেন সাবালেঙ্কা। শেষ সেটে সাবালেঙ্কা শুরুতে ব্রেক করলেও অনিশিমোভা দ্রুত ঘুরে দাঁড়ান। তিনি দুটি ব্রেক করেন। শেষ পর্যন্ত ম্যাচ পয়েন্ট মিস করলেও পরের গেমেই জিতে নেন ম্যাচটি।
এই জয়ে অনিশিমোভা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ের স্বাদ পেলেন এবং আরও একবার বুঝিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন। এবার লক্ষ্য উইম্বলডনের শিরোপা।
Posted ১:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh