বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
আরেকটি সহজ জয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ। এরই সাথে প্রতিযোগিতার সফলতম খেলোয়াড় রজার ফেদেরারের একটি রেকর্ড ভেঙেছেন এই সার্বিয়ান তারকা। পৌঁছে গেছের আরও কয়েকটি রেকর্ডের দ্বারগোড়ায়।
দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক ড্যান এভানসকে বৃহস্পতিবার ৬-৩, ৬-২, ৬-০ গেমে সরাসরি সেটে উড়িয়ে দেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী মহাতারকা। প্রতিযোগিতায় এ নিয়ে ১৯ বার তৃতীয় রাউন্ডে উঠলেন ‘জোকার’। এর মাধ্যমে ফেদেরারের ১৮ বারের রেকর্ড ছাড়িয়ে গেছেন এই ৩৮ বছর বয়সী।
আরেকটি ইতিহাসের দোরগোড়ায় আছেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে জিতলে এটি হবে উইম্বলডনে তার ১০০তম জয়। তখন ফেদেরারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুইটি গ্র্যান্ড স্ল্যামে ১০০টির বেশি ম্যাচ জয়ের রেকর্ড হবে তার।
তবে ফেদেরারের রেকর্ড ৮ উইম্বলডন শিরোপা জিততে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে প্রতিযোগিতার ৭ বারের চ্যাম্পিয়ন জকোভিচকে। এবারের আসরে ছয় নম্বর বাছাই হওয়ায় কঠিন পথ পাড়ি দিতে হবে তাকে। পরের ম্যাচে সার্বিয়ান প্রতিদ্বন্দ্বী মিওমির কেকমানোভিচের মুখোমুখি হবেন জকোভিচ।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh