বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
কোপা আমেরিকা। ছবি : আইসিসি
লাতিন ছন্দ মাতাতে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা। এর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে কোন দল কত টাকা পাবে। দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দল অংশ নিচ্ছে এবারের কোপা আমেরিকায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোপা শুরুর আগে প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা।
যেখানে অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা। জয়ী দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা।
তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের মিলবে ৪৭ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও ট্রান্সপোটেশন খরচও বহন করবে আয়োজক কতৃপক্ষ। গেলবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছে আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।
২০২১ সালে ব্রাজিলের হয় কোপার সর্বশেষ আসর। সেবার মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে মেসির আর্জেন্টিনা। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিটি ফুটবলারের জন্য বাড়তি প্রণোদনা দেওয়া হবে। বিশেষ করে স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের ফুটবলাররা বিশেষ প্রণোদনা পাবেন।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh