বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১২ মে ২০২৪
কোপা আমেরিকার সম্ভাব্য শিরোপাজয়ী দলের নাম প্রকাশ
কোপা আমেরিকা আর কিছুদিন পরই শুরু হচ্ছে। ইতোমধ্যেই এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকার ১০ এবং উত্তর আমেরিকার ৬ দল মিলে এবার দেখা যাবে কোপা আমেরিকার জমজমাট এক আসর।
কোপা আমেরিকা টুর্নামেন্টে সবার নজর থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী এই দুই দলের লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে ফুটবলপ্রেমীদের মধ্যে। আগামী ২১ জুন থেকে এবারের কোপা আমেরিকার আসর শুরু হলেও ইতোমধ্যেই ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম তাদের নিজস্ব পাওয়াররেটিং দিয়ে জানিয়েছে এবারের আসরের ফেভারিট এবং সম্ভাব্য শিরোপাজয়ী দলের নাম।
গোল ডটকমের মতে, এবারের আসরের সেরা পাঁচ ফেভারিট দল হলো ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে তারা আসন্ন এই টুর্নামেন্টের দ্বিতীয় ফেভারিট দল হিসেবে বিবেচনা করছে। দলটির নতুন কোচ দরিভাল জুনিয়র একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে দল ঘোষণা করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমটির মতে, এবারের কোপা আমেরিকার সম্ভাব্য বিজয়ী দল আর্জেন্টিনা। পাওয়াররেটিং বিবেচনায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদেরই সম্ভাব্য শিরোপাজয়ী ধরে নিয়েছে গোল ডটকম। মেসি, ডি মারিয়ার সঙ্গে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ বা লিয়ান্দ্রো পারেদেসরা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারেন চিন্তার কারণ।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh