বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মুসলমানদের ভোট ব্যাংক ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির নেতারা। এর অংশ হিসেবে এবার কমলা হ্যারিসকে ভোট দিতে ফিলিস্তিনপন্থিদের প্রতি আহ্বান জানিয়েছেন ভেরমন্ট অঙ্গরাজ্যের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। গত ২৮ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা ইস্যুতে মার্কিন প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে দেশটির মুসলমানদের। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারেন এমন আশঙ্কা করছেন অনেকে। এতে চরম অস্বস্তিতে পড়েছেন দলটির শীর্ষ নেতারা।
পোস্টে বার্নি স্যান্ডার্স বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরাইল ও গাজা ইস্যুতে মার্কিন নীতি পরিবর্তনের আশা ধাক্কা খাবে। গাজায় ভয়াবহ যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষের দ্বিমত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্নি স্যান্ডার্স বলেন, কমলা জয়ী হলে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়ানো এবং ফিলিস্তিনি জনগণের জন্য গাজা পুনর্গঠনে একসঙ্গে কাজ করা হবে।
ডেমোক্র্যাট ঘনিষ্ঠ এই সিনেটর বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চাইলে অবাক হওয়ার কিছু নেই। এ বিষয়টি মাথায় রেখে কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত ভোটারদের ওপর ছেড়ে দেন তিনি।
২০১৬ ও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন-প্রত্যাশী ছিলেন বাম ঘরানার নেতা বার্নি স্যান্ডার্স। সে সময় কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি মওকুফসহ নানা সুবিধার পক্ষে কথা বলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আলোচনায় আসেন এ বর্ষীয়ান নেতা। সেসময় তার সমর্থনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বড় বড় সমাবেশ হয়।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh