বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় অ্যাফোর্ডেবল হাউজিং লটারি

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

জ্যামাইকায় অ্যাফোর্ডেবল হাউজিং লটারি

সিটির অ্যাফোর্ডেবল হাউজিং কর্মসূচির আওতায় জ্যামাইকার ৯২-২৩ ১৬৮ ষ্ট্রিটে নির্মিত ২৩ তলাবিশিষ্ট আবাসিক ভবনে ৩৫১টি ইউনিটের মধ্য আয়ের লোকদের মধ্যে বরাদ্দ করা হবে, যাদের বার্ষিক আয় সীমা ২০,১৬০ ডলার থেকে ১৮৩,৩০০ ডলারের মধ্যে। ‘আর্চার গ্রীন’ নামে ৫৫২,১৫৬ বর্গফুট আয়তনের এই আবাসিক ভবনের নকশা করেছে এডেলম্যান সুলতান নক্স উড আর্কিটেক্টস এবং নির্মাণ করেছে ওমনি নিউইয়র্ক নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান। আবাসিক সুযোগ সুবিধার মধ্যে এই ভবনে ১৩০টি গাড়ি রাখার স্থান, ইলেকট্রিক কার চার্জিং ষ্টেশন, কমন এরিয়া, জিমনেশিয়াম। অন্যান্য বৈশিষ্টের মধ্যে মিডিয়া রুম, বিজনেস সেন্টার, শিশুদের খেলার রুম ও প্লেগ্রাউন্ড, লন্ড্রি রুম, কমিউনিটি লাউঞ্জ, প্যাকেজ লকার, রিসাইক্লিং সেন্টার, গ্রিল করার সুবিধাসহ আউটডোর ট্যারেস এর সুবিধা।

যাদের বার্ষিক আয় সীমা ২০,১৬০ ডলার থেকে ৩৬,৪০০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৫২৪ ডলার ভাড়ায় তিনটি স্টুডিয়ো, যাদের বার্ষিক আয় ২৫,৩৩৮ ডলার থেকে ৪০,৯৬০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৬৬৭ ডলার ভাড়ায় ১৭টি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট, যাদের বার্ষিক আয় ৩০,৯৬০ ডলার থেকে ৪৯,১২০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৮১০ ডলার ভাড়ায় ১৬টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং যাদের বার্ষিক আয় ৩৫,৭৯৫ ডলার থেকে ৫৬,৪০০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৯২৯ ডলার ভাড়ায় ৩টি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া মাঝারি আয়সীমার লোকদের মধ্যে যাদের বার্ষিক আয় ৩০,৮৯২ ডলার থেকে ৫৪,৬০০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৮৩৭ ডলার ভাড়ায় ১৬টি স্টুডিয়ো, যাদের আয় ৩৮,৭৪৩ ডলার থেকে ৬১,৪৪০ ডলার তাদের জন্য মাসিক ১,০৫৮ ডলার ভাড়ায় ৫৪টি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট, যাদের আয় ৪৭,০৭৫ ডলার থেকে ৭৩,৬৮০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ১,২৮০ ডলার ভাড়া ৬০টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং যাদের আয় ৫৪,৪১২ ডলার থেকে ৮৪,৬০০ ডলারের মধ্যে তাদের জন্য ১,৪৭২ ডলার মাসিক ভাড়ায় ৯টি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে।


এছাড়া এখানে তিনটি স্টুডিয়ো আছে মাসিক ১,১৯৭ ডলার ভাড়ায়, যাদের আয় ৪৩,২৩৫ ডলার থেকে ৯১,০০ হাজার ডলারের মধ্যে। আয়সীমা ৫৪,২০৬ ডলার থেকে ১০২,৪০৬ ডলার এমন লোকদের জন্য মাসিক ১,৫০৯ ডলার ভাড়ায় ১৭টি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং যাদের আয় ৬৫,৫৮৯ ডলার থেকে ১২২,৮০০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ১,৮২০ ডলার ভাড়ায় ১৬টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং যাদের আয় ৭৫,৮০৬ ডলার থেকে ১৪১,০০০ ডলার তাদের জন্য ২,০৯৬ ডলার মাসিক ভাড়ায় তিনটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে।

আরো একটি গ্রুপে এই আবাসিক ভবনে ৫৩,৯৬৬ ডলার থেকে ১১৮,৩০০ ডলার আয়ের লোকদের জন্য মাসিক ১,৫১০ ডলার ভাড়ায় ১৪টি স্টুডিয়ো, ৬৭,৬১২ ডলার থেকে ১৩৩,১২০ ডলার আয়ের লোকদের জন্য মাসিক ১,৯০০ ডলার ভাড়ায় ৫৫টি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট, ৮১,৬৬৯ ডলার থেকে ১৫৯,৬৪০ ডলার আয়ের লোকদের জন্য মাসিক ২,২৮৯ ডলার ভাড়ায় ৫৭ টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ৯৪,৩৮৯ ডলার থেকে ১৯৩,৩০০ ডলার আয়সম্পন্ন লোকদের জন্য মাসিক ২,৬৩৮ ডলার ভাড়ায় আটটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। অ্যাপার্টমেন্টগুলোর জন্য আবেদন করতে আগ্রহীদেরকে অবশ্যই আয় ও পরিবারের আকারের শর্ত পূরণ করতে হবে। আবেদনপত্র পৌছতে হবে ১৪ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।


advertisement

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.