নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পাঁচদিন ব্যাপী ৩০তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার, ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় লাগর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে । অন্যান্য দিন মেলা বসবে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। ৩০ অক্টোবর শনিবার জুইশ সেন্টারের সামনের রাস্তার ওপর মঞ্চ স্থাপন করে পালন করা হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নিউইয়র্ক বাংলা বই মেলার ৩০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান। ইতিমধ্যে অনেক লেখক ও প্রকাশক নিউইয়র্কে পৌছেছেন। মেলায় যোগ দিতে ঢাকা থেকে আসছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। আরো যোগ দিচ্ছেন সংসদ সদস্য ও এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহীউদ্দিন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কবি ফারুক হোসেন। ওয়াশিংটন থেকে যোগ দিচ্ছেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, লেখক সাংবাদিক হারুন হাবীব, প্রকাশক জসিম উদ্দীন, লেখক প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, কবি ও প্রকাশক জাফর আহমেদ রাশেদ, সন্দেশ প্রকাশনার পরিচালক সাইফুর রহমান চৌধুরী।
বইমেলায় বাংলাদেশ থেকে তাঁদের চলতি বছরের নতুন বই নিয়ে মেলায় অংশ নিচ্ছে প্রকাশনা সংস্থা বাংলা একাডেমী, অনন্যা, কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, অঙ্কুর প্রকাশনী, সন্দেশ প্রকাশনা, আকাশ প্রকাশন, অন্বয় প্রকাশ, বাতিঘর, কবিতা চর্চা ও আমেরিকা থেকে মুক্তধারা নিউ ইয়র্ক এবং ঘুংঘুর। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটনও বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। এছাড়া সংগীত পরিবেশনের জন্য ঢাকা থেকে এসেছেন বিশিষ্ট সংগীত শিল্পী নবনীতা চৌধুরী। এছাড়া থাকছেন রথীন্দ্রনাথ রায় চৌধুরী, কাদেরী কিবরিয়া, তাজুল ইমাম, শহীদ হাসান, কাবেরী দাস, পারমিতা মুমু, শাহ মাহবুব, রাজীব, চন্দন চৌধুরী ও পশ্চিমবঙ্গের শিল্পী সাহানা ভট্টাচার্যসহ বিভিন্ন শিল্পীবৃন্দ। ৩০ অক্টোবর শনিবার জুইশ সেন্টারের সামনের রাস্তার ওপর মঞ্চ স্থাপন করে পালন করা হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নিউ ইয়র্ক বাংলা বই মেলার ৩০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান। সকাল ১১টা থেকে শুরু হবে মঞ্চ নির্মাণ কাজ। দুপুর ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ১-০০: স্বাগত বক্তব্য, ফেরদৌস সাজেদীন, সভাপতি, মুক্তধারা ফাউন্ডেশন ১-০৫: দেশের গান: আল আমিন বাবু, রাজিব, লিমন চৌধুরী। ২-০০: রুখে দাঁড়াও বাংলাদেশ। সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা: সঞ্চালক: ফকির ইলিয়াস। অতিথি কবি : মিনার মনসুর, ফারুক হোসেন, ইউসুফ রেজা, জাফর আহমেদ রাশেদ। ২-৪৫: আহ্বায়কের বক্তব্য: ড. নূরুন নবী, আহ্বায়ক ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা। ২-৫০: লেখক-পাঠক মুখোমুখি: মুহম্মদ নূরুল হুদা, মিনার মনসুর, ফারুক হোসেন, আবেদীন কাদের। সঞ্চালক: হাসান ফেরদৌস। ৩.৩০: মুক্তিযুদ্ধের গান: চন্দন চৌধুরী ৩-৪৫: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং মুক্তধারার ভূমিকা: অংশগ্রহণে: কে এম খালিদ, ড. নূরন নবী, ফেরদৌস সাজেদীন, তাজুল ইমাম। সঞ্চালক: জিয়াউদ্দীন আহমেদ। ৪.৪৫ : মুক্তিযুদ্ধের কথা গান: তাজুল ইমাম । ৫.০০: স্পন্সর ও মিডিয়া পাটনারদের পরিচিতি । ৫.১০ বিশেষ অতিথির বক্তব্য: সাবিহা পারভীন, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৫.২০: অনুরোধের গান: সাহানা ভট্টাচার্য্য । ৫.৫০: অতিথি প্রকাশকদের পরিচয়। ৬:০০ নকশা। একক অভিনয়: শিরিন বকুল। ৬:১০ বইমেলার ৩০ বছরে নিবেদিত কবিতা, সজল আশফাক। ৬:১৫: ৩০ বছরের বইমেলায় আড্ডা। অংশগ্রহণেঃ হাসান ফেরদৌস, সউদ চৌধুরী, কৌশিক আহমেদ, সঞ্চালক: আহমাদ মাযহার। ৭:০০: আমার বইমেলায় আমি, স্মৃতিচারণ। সঞ্চালক: মনিজা রহমান। ৭:৪৫। নবনী। ভিন্ন গানের অনন্য ডালি। শিল্পী: নবনীতা চৌধুরী। উপস্থাপনা করবেন পুন প্রিয়ম।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh