বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০২ জুলাই ২০২৫
কলম্বোতে সংবাদ সম্মেলনে মিরাজ।
মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার বৈঠক যখন চলছে, নাজমুল হোসেন শান্ত তখন টেস্ট অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন। সরিয়ে দেয়ার প্রক্রিয়াটা ভাল লাগেনি শান্তর, তাই তো টেস্ট অধিনায়কের পদ থেকেও স্বেচ্ছায় সরে গেলেন। এবারে ওয়ানডে খেলবেন মিরাজের নেতৃত্বে।
ওয়ানডে অধিনায়ক মিরাজ বলছেন, এসব নেতৃত্বের পালাবদল প্রভাব ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণে, ‘প্লেয়ার হিসেবে আমরা যখন খেলি আমাদের কাজ হল টিমকে সাপোর্ট করা, টিম পারফরমেন্স করা এবং শান্তু যখন ক্যাপ্টেন ছিল আমি অনেক হেল্প করেছি, পারফর্ম করেছি। টিমের ভিতর একজন ক্যাপ্টেন থাকে এবং আল্টিমেটলি সবারই খেলতে হয় এবং সবাই পারফর্ম করলে কিন্তু দেশ ভালো করে এবং টিমটা রেজাল্ট হয়। আর আমার ভিতরে এরকম কোনও কিছুই নেই। শান্তুর ভিতরে এই জিনিসটা নেই। কারণ সবার আগে টিম বাংলাদেশ।’ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিরাজ।
দলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব অনুভব করা প্রসঙ্গে বলেছেন, ‘আমরা একসঙ্গে অনেকদিন ক্রিকেট খেলেছি, বিশেষ করে আমি, শান্ত এবং লিটন দাস আছে, মোস্তাফিজ, তাসকিন এবং আরো যারা আছে এবং তাওহীদ হৃদয়,অলমোস্ট অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অনেক বছর খেলেছে এবং তারা জানে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হয়’।
মিরাজ আরও যোগ করেন, ‘অবশ্যই আমাদের কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভাল লাগত।আর যেহেতু নেই তারা তাদের জায়গাগুলোতে কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং এখন দেখেন যে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে মুশফিক ভাই দারুণ খেলেছে। সেই একটা দুইটা জায়গায় কোন প্লেয়ারদের খেলালে ভাল হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে লম্বা সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি।’
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh