বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
এর আগে ১৩টি ম্যাচে মুখোমুখি হয়ে ১২টি ম্যাচে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হলেও জয় বঞ্চিত ছিল এতোদিন। আজ সেই শূন্যতা দূর হলো। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাবর আজমদের ১০ উইকেটে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল মুশফিক মিরাজরা।
আগা সালমানের ডেলিভারিটা সুইপ খেলে চার মারতেই ব্যাট উঁচিয়ে ধরলেন জাকির হাসান। অপরপ্রান্ত থেকে দৌঁড়ে এলেন সাদমান ইসলাম। আর এতে করে রচিত হলো নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটে হারালো বাংলাদেশ। ঘূর্ণি জাদুতে মিরাজ ৪টি এবং সাকিব ৩টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসিয়ে দেন। এতে করে জয়ের পথ সহজ হয় টাইগারদের।
আগে ব্যাটিং করে রিজওয়ান ও শাকিলের সেঞ্চুরিতে ৪৪৮/৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ ও মিরাজ, লিটন ও সাদমানের হাফসেঞ্চুরিতে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৭ রানের বড় লিড নেয় সফরকারীরা। চতুর্থ দিনের শেষ সময়ে মাত্র ১ উইকেট হারায় শান মাসুদের দল। তখন পর্যন্ত দেখে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই আগাচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট।
কিন্তু শেষ দিনে এসেই পাশার দান যেন পুরোপুরি উল্টে গেল। নিজেদের দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। যা বাংলাদেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর।
শেষ দিন চা বিরতির আগে টাইগারদের ইতিহাস গড়তে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। পাকিস্তানকে প্রথম টেস্ট ম্যাচ হারানোর সুবর্ণ সুযোগটি আর হাতছাড়া করেনি মুশফিক-শান্তরা। মাত্র ৬.৩ ওভারে লক্ষ্য তাড়া করে এত উইকেটের সহজ জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।
Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh