বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের অংশগ্রহনকরী দলগুলো। ছবি : আইসিসি
বর্তমান সময়ের ক্রিকেটারদের অনুশীলনের একটা বড় সময় কাটে ফিটনেস এবং ‘ফিল্ডিং স্কিল’ নিয়ে কাজ করে। ফিল্ডিংয়ে মুন্সিয়ানাটা তাই প্রত্যাশিতই। আর তা যদি হয় বিশ্বকাপের মতো আসর, তবে তো কথাই নেই। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটিং-বোলিংয়ে পিছিয়ে থাকলেও ফিল্ডিং দক্ষতায় সবার শীর্ষে পাকিস্তান। ২ নভেম্বর (বৃহস্পতিবার) ভারত-শ্রীলঙ্কা ম্যাচে টিভির স্ক্রিনে দেখানো গ্রাফিকসের পরিসংখ্যান অনুযায়ী, এবার বিশ্বকাপে পাকিস্তান মাত্র ৬টি ক্যাচ ছেড়েছে। বিশ্বকাপে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলা পাকিস্তান ক্রিকেট দল মাঠে ৩৭টি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে নিতে পেরেছে ৩১টি ক্যাচ। ৮৬ শতাংশ ক্যাচ নিয়ে তালিকার শীর্ষে তারা।
বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মধ্যে মাত্র পাঁচটি দল ৮০ শতাংশ ক্যাচ নিতে পেরেছে। তালিকার দুইয়ে নেদারল্যান্ডস, তিনে ভারত, চারে ইংল্যান্ড ও পাঁচে দক্ষিণ আফ্রিকা আছে। এই তালিকায় বাংলাদেশ ষষ্ঠ দল। ২৬টি ক্যাচের মধ্যে বাংলাদেশ দল ফেলেছে ৮টি ক্যাচ। ১৮টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭৬ শতাংশ। ক্যাচ নেওয়ার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। ২৯টি ক্যাচের মধ্যে ১২টি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ১৭টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭১ শতাংশ। ২২টি ক্যাচের মধ্যে ১৪টি ফেলে ৬১ শতাংশ সাফল্য নিয়ে এই তালিকায় সবার তলানির দল শ্রীলঙ্কা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ক্যাচ নেওয়ার তালিকার তিনে থাকলেও ভারত নিজেদের ফিল্ডিং দিয়ে বাড়তি নজর কাড়ছে। এমনকি প্রতি ম্যাচের পরই ড্রেসিংরুমে অভিনব কায়দায় সেরা ফিল্ডারকে পদক দেওয়া হয়। সেই মেডেলটি বিজয়ীর হাতে তুলে দেন ফিল্ডিং কোচ দিলীপ। রোহিতদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসাও করেছেন সমর্থকরা।
Posted ২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh