বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
সাকিব আল হাসান ও মিথিলা। ছবি : সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। হয়েছিলেন সংসদ সদস্য। কিন্তু ৫ আগস্ট পটপরিবর্তনের পর তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। শেষমেশ মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। জানা যায়, গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। ২২ আগস্ট ঢাকার আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২৩ আগস্ট নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন। তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী।
এ স্ট্যাটাসে তানজিয়া জামান মিথিলা লেখেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। আর যা-ই করুক না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন? বিশ্বদরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ তিনি। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিথিলার।
Posted ৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh