বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৩ মে ২০২১
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য ঘোষিত র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। মূলত ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়াতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় নবম পজিশনে আছে বাংলাদেশ দল। ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, ২৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, ২৬৩ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড আর ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান।
২৫৮, ২৪৮, ২৩৬ ও ২২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলংকা। ২২২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
একনজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশ
১ম – ইংল্যান্ড – ২৭৭ রেটিং পয়েন্ট (৫ পয়েন্ট বেড়েছে)
২য় – ভারত – ২৭২ রেটিং পয়েন্ট (২ পয়েন্ট বেড়েছে)
৩য় – নিউজিল্যান্ড – ২৬৩ রেটিং পয়েন্ট (৮ পয়েন্ট বেড়েছে)
৪র্থ – পাকিস্তান – ২৬১ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট বেড়েছে)
৫ম – অস্ট্রেলিয়া – ২৫৮ রেটিং পয়েন্ট (৯ পয়েন্ট কমেছে)
৬ষ্ঠ – দক্ষিণ আফ্রিকা – ২৪৮ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)
৭ম – আফগানিস্তান – ২৩৬ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট বেড়েছে)
৮ম – শ্রীলঙ্কা- ২২৭ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)
৯ম – বাংলাদেশ – ২২৫ রেটিং পয়েন্ট (১ পয়েন্ট কমেছে)
১০ম – ওয়েস্ট ইন্ডিজ – ২২২ রেটিং পয়েন্ট (৬ পয়েন্ট কমেছে)
Posted ৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh