বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ২১ জুন ২০২০
দেশে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক দলগুলোতেও। গোটা বিশ্বকে থমকে দেওয়া অদৃশ্য এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না দলগুলোর নেতাকর্মীরাও। এরই মধ্যে করোনার ছোবলে মৃত্যুবরণ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি (জাপা), এলডিপি ও বিকল্পধারাসহ বেশ কয়েকটি দলের উল্লেখযোগ্য কয়েকজন নেতা। গত ২১ জুন শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন চলতি একাদশ জাতীয় সংসদের ১৩ জন সদস্য। মৃত্যুবরণ করেছেন সাবেক কয়েকজন সংসদ সদস্য। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শুরুতে তুলনামূলক অন্য শ্রেণি-পেশার মানুষ বেশি আক্রান্ত হলেও এখন সেই তালিকায় রাজনৈতিক নেতাকর্মীরাও যুক্ত হতে থাকায় রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ-আতঙ্ক।
করোনায় আক্রান্ত হয়ে ব্রেনস্ট্রোক করার পর গত ১৩ জুন মারা গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। করোনায় আক্রান্ত হয়ে একইদিন মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। একদিন পরেই ১৫ জুন মারা যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন কামরান। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন। এর আগে করোনায় মারা যান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য কামরুন্নাহার পুতুল ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি হাজী মকবুল হোসেন। এছাড়াও করোনায় মারা যান আওয়ামী লীগের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী বেগম সাহান আরা আবদুল্লাহ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমরা এক বিভীষিকাময় সময় অতিক্রান্ত করছি। দলের কেউ মারা গেলে তার মরদেহে শ্রদ্ধা জানানো, পরিবারকে সান্ত্বনা জানাতে বাসায় ছুটে যাওয়া, আত্মার মাগফিরাত কামনায় কুলখানিতে অংশগ্রহণ—এগুলো আওয়ামী লীগ পরিবারের রেওয়াজ। কিন্তু এখন আমরা সহকর্মীর মৃত্যুতে তার পরিবারকেও সান্ত্বনা জানাতে যেতে পারছি না। যিনি মারা যাচ্ছেন তার মৃতমুখও শেষবারের মতো দেখতে যেতে পারছি না। বিষয়টি আমাদের হূদয়ে বিরাট এক ক্ষত সৃষ্টি করছে।
মরহুম মোহাম্মদ নাসিম ছাড়াও গত ২১ জুন পর্যন্ত আওয়ামী লীগ দলীয় আরো ১১ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২১ জুন আক্রান্ত হন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের দিন আক্রান্ত হন সাবেক এলজিআরডি মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন। করোনায় আক্রান্ত আওয়ামী লীগের বাকি ৯ জন এমপি হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের রণজিত কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এবাদুল করিম, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মোছলেম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) এবং শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২)। তাদের মধ্যে শহীদুজ্জামান সরকার এরই মধ্যে সুস্থ হয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলও করোনায় আক্রান্ত। এছাড়া শুক্রবার আক্রান্ত হন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি রঞ্জন কুমার গুহ।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া হিসাব অনুযায়ী ১৩ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দলের ৫৬ জন নেতাকর্মী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দলের ১২১ জন নেতাকর্মী। জানা গেছে, গত এক সপ্তাহে বিএনপির আরো ৩০ জনের মতো কর্মী কোভিড-১৯ আক্রান্ত হন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দলীয় এমপি মোকাব্বির খান (সিলেট-২) করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জুন মারা গেছেন। জাপার সাবেক দুই জন সংসদ সদস্যও মারা যান। এর আগে করোনায় মারা যান ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি নেতা এবং বিগত বিএনপি সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। রাজনীতিবিদদের মধ্যে আনোয়ারুল কবির তালুকদারই প্রথম করোনায় প্রাণ হারান।
বর্তমানে অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও জাপা দলীয় সাবেক এমপি (সাতক্ষীরা-৪) এইচ এম গোলাম রেজা করোনায় আক্রান্ত। করোনায় গত ২১ জুন মারা গেছেন বিকল্পধারার রাজশাহী জেলার সভাপতি ড. মো. শহীদুল্লাহ প্রামাণিক। বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল আনোয়ারও করোনায় আক্রান্ত।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh