বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এক বছর সাকিব-মাশরাফি- তামিম-মুশফিকদের কোচিং করিয়েছেন তিনি। কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেছেন। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের হেড কোচ হয়েছেন তিনি। তার দল ২-১ ব্যবধানে বাংলাদেশকে টি-২০ সিরিজ হারিয়েছে।
বাংলাদেশ প্রথমবার ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও ২৫ বছরে বিশ্বকাপের নক আউট পর্বে কোন ম্যাচ জিততে পারেনি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগেও ভালো অবস্থানে নেই দল। দু’বার দুই চেয়ারে বসে কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করা স্টুয়ার্ট ল’ সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলেছেন, ২৫ বছরে আসলে এগোয়নি বাংলাদেশের ক্রিকেট।
তার ভাষ্য অনুযায়ী ক্রিকেটে উন্নতির জন্য যে পন্থা বাংলাদেশ হাতে নিয়েছে তা ঠিক কাজে দেয়নি, ‘২৫ বছরে ক্রিকেটে বাংলাদেশ তেমন একটা সামনে এগোতে পারেনি। তারা ক্রিকেটে উন্নতির জন্য এখন পর্যন্ত যা যা করেছে, তা আসলে কাজে দেয়নি। কী করলে সামনে এগোবে এটা তাদের নতুন করে খুঁজে দেখতে হবে।’
ল’র মতে, বাংলাদেশে যেভাবে ক্রিকেট পরিচালিত হচ্ছে তা অবশ্যই বদলাতে হবে। তাছাড়া উন্নতি চোখে দেখা যাবে না, “এটাই হয়তো তাদের জন্য নতুন করে চিন্তা-ভাবনা করার সময় যে, ‘আমরা এভাবে এভাবে পরিকল্পনা হাতে নিয়েছিলাম, কিন্তু তা কাজে দেয়নি। আমরা এগোতে পারিনি, এখন একটু ভিন্নভাবে ভাবতে হবে।’ দেশটির বর্তমান ক্রিকেট প্রশাসন নিয়ে আমি কিছু বলছি না। শুধু তাদের খেলার ধরনটার দিকে নজর দিতে বলছি।”
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল’ জানিয়েছেন, বাংলাদেশে পাওয়ার হিটার নেই, তৈরিও হচ্ছে না। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেটার উঠে আসছে, সেখানে পাওয়ার হিটার পাওয়ার সম্ভাবনাও কম। ওই প্রক্রিয়ায় বরং জোরে বল করতে পারা পেসার এবং স্পিনার উঠে আসছে।
বাংলাদেশের ক্রিকেটাররা যে ধরনের খাওয়া-দাওয়া করে তাতে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার মতো খেলোয়াড় পাওয়াও কঠিন। সেজন্য তিনি ১২-১৬ বছরের কিছু ক্রিকেটার বাছাই করে তাদের জন্য যথাযথ খাদ্য তালিকা তৈরি করে ও প্রয়োজনীয় ফিটনেস ও ব্যাটিং অনুশীলন করিয়ে পাওয়ার হিটার প্রস্তুত করা যায় কিনা সেই পরামর্শ দিয়েছেন।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh