বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিক টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তারকা জুটি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জুটি রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে ২-৬, ৪-৬ গেমে পরাজিত হন। অলিম্পিকের শুর থেকে চর্চায় থাকা নাদাল-আলকারাজকে দেখে এদিন পুরো রোলঁ গ্যারো গর্জে উঠেছিল। যেখানে যুক্তরাষ্ট্রের জুটির অল্প কিছু সমর্থক ছিলেন। তবে খেলা জুড়ে দাপট ছিল রাম-ক্রাইসেক জুটির। তাদের খেলার সামনে ফিকে পড়ে যায় স্প্যানিশ জুটিকে।
এদিন অবশ্য খেলার মাঝে ক্রাইসেককে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। ম্যাচের সময়ে পয়েন্ট নিয়ে আম্পায়ারের সঙ্গে ঝামেলাও হয় ক্রাইসেকের। পরে মাথা ঠান্ডা রেখে খেলতে দেখা যায় আমেরিকান জুটিকে। ৩৮ বছর বয়সী নাদাল এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দেশের হয়ে মশাল বহন করলেও তার প্রিয় প্যারিসের মাটিতে পদক ছাড়াই অভিযান শেষ করতে হল। ২১ বছর বয়সী আলকারাজ, যিনি আগে একক কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন, বুধবার চেনা ছন্দে তাকেও দেখা যায়নি।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh