বাংলাদেশ ডেস্ক : | রবিবার, ২৮ জুন ২০২০
কাশ্মীরিদের অধিকার ফেরানোর কথা শোনা গেল এবার ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের মুখে। খবর দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
একই সঙ্গে ভারতে যেভাবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়েছে এবং আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রয়োগ হয়েছে, তাতেও তিনি হতাশ বলে জানিয়েছেন সাবেক এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন মুসলিমদের নিয়ে বাইডেনের কর্মসূচির ওপর একটি সমীক্ষা হয়। যেটি তার সরকারি প্রচার ওয়েবসাইটে আপলোড করা হয়।
সেখানে বাইডেনের বক্তব্য– সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর যেভাবে মাসের পর মাস কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন পরিসেবা বন্ধ রাখা হয়েছিল, তা আসলে ভারতীয় গণতন্ত্রের ভিতকেই দুর্বল করেছে। তিনি আরও বলেন, কাশ্মীরিদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার থাকা উচিত। সমীক্ষায় ব্যবহৃত বেশ কিছু শব্দচয়ন নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হিন্দুদের একাংশ। তাদের বক্তব্য, বাইডেনের এ বক্তব্যে ভারতের সম্মানহানি হয়েছে। বাইডেনের প্রচার টিম অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
‘হিন্দু আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’র সদস্য ঋষি ভুতাড়া বলেন, ‘কাশ্মীর সীমান্তে পাক সমর্থিত জঙ্গিদের কার্যকলাপ কী করে ভুলে গেলেন বাইডেন।’
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh