ক্রীড়া ডেস্ক : | রবিবার, ৩০ আগস্ট ২০২০
গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের শুরুর ঠিক আগে দারুণভাবে নিজেকে ঝালিয়ে নিলেন পুরুষ টেনিস এককে শীর্ষ র্যাঙ্কিংধারী নোভাক জোকোভিচ। দাপটের সঙ্গে জিতে নিয়েছেন প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন শিরোপা। ইউএস ওপেন শুরুর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটির ফাইনালে কানাডা’র মিলোস রায়োনিককে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান সার্বিয়ান তারকা জোকোভিচ।
এটা ৩৩ বছর বয়সী এই টেনিস তারকার ৮০তম শিরোপা; ৩৫তম এটিপি মাস্টার্স, পুরুষ টেনিস এককে সর্বকালের সেরা এটিপি মাস্টার্স জয়ী রাফায়েলর সমান। জোকোভিচের নজর এখন ইউএস ওপেনে। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে চতুর্থবারের মতো এই গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতবেন তিনি, আর ক্যারিয়ারে হবে আঠারোতম গ্র্যান্ড স্ল্যাম।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh