বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্রিকেটাররা কয়েকদিনের বিশ্রাম উপভোগ করছেন। বাংলাদেশ দলের জন্য এখন আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, বিশেষ করে আসন্ন বিপিএল শুরুর আগে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নেবে না দল।
সালাউদ্দিন ও আশরাফুলের বিশ্বকাপে থাকা নিয়ে আগে গুঞ্জন তৈরি হয়েছিল। এর পেছনে কারণ, গত মাসে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে বোর্ড সেই পদত্যাগ গ্রহণ করেননি। অন্যদিকে, আশরাফুলকে শেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল বিসিবি। এই কারণে কিছুটা সংশয় দেখা দিয়েছিল যে, বিশ্বকাপে এই দুজন থাকবেন কি-না।
তবে সব নিশ্চিত হওয়া গেছে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সালাউদ্দিন ও আশরাফুল উভয়ই দলের সঙ্গে থাকবেন। এছাড়া কোচিং স্টাফের সকল সদস্যও বিশ্বকাপে থাকবেন এবং কোনো পরিবর্তন হবে না।
গত ৪ নভেম্বর হঠাৎ সংবাদ আসে যে, সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে সেই সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না এবং তিনি তার দায়িত্বে থাকবেন। জানা যায়, সবকিছু ঠিক থাকলে তিনি ২০২৭ পর্যন্ত তার চুক্তি অনুসারে কাজ চালিয়ে যাবেন।
সালাউদ্দিন প্রথমবার ২০০৬-১০ সালে বাংলাদেশ দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। এরপর ২০১০-১১ সালে তিনি বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি আবার বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে যোগ দেন, যা তার দ্বিতীয় অধ্যায়।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh