শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টাইম টিভি-বাংলা পত্রিকা’র কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বাংলাদেশ অনলাইন   |   শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টাইম টিভি-বাংলা পত্রিকা’র কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে গত বছর আয়োজিত টাইম টিভি-বাংলা পত্রিকা’র কিরাত প্রতিযোগিতার সাফল্যের ধারাবাহিকতায় এবং কমিউনিটির চাহিদার ফলে চলতি বছরও দ্বিতীয়বারের মতো কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (২৩ মার্চ) ছিলো এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও ইফতার মাহফিল। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের প্রশংসা করে অতিথি বক্তারা ঘরে ঘরে পবিত্র আল কোরআনের আলো ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন এক্ষেত্রে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন অবদান রেখে চলেছে এবং এই ধারা অব্যাহত রাখতে হবে। ইউএনএ)
লং আইল্যান্ড সিটির ভ্যারাইট বয়েজ এন্ড গার্লস ষ্টেডিয়ামের একটি হলে আয়োজিত কিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের। অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, ব্যারিষ্টার ও এটর্নী ইশরাত সামী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হক, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, ডা. জুন্নুন চৌধুরী, আল কোরআন দাওয়া সেন্টারের চেয়াম্যান প্রফেসর রুজুল আলীন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জয়নাল আবেদীন, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান প্রমুখ। খবর ইউএনএ’র।
প্রতিযোগিতায় প্রথম গ্রুপে সেকেন্ড গ্রেড থেকে সিক্স গ্রেড পর্যন্ত বালক-বালিকারা অংশ নেয়। অপরদিকে দ্বিতীয় গ্রুপে সেভেন গ্রেড থেকে ১২ গ্রেড পড়ুয়া বালক এবং সেভেন গ্রেড থেকে ১০ গ্রেড পড়ুয়া বালিকারা অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রথম গ্রুপ থেকে আরওহ আবুসবিহ প্রথম, মেহরুন মারিয়ম মুনায়োরা দ্বিতীয় এবং আসফিয়া আবছার আয়শা তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে দ্বিতীয় গ্রুপ থেকে রাকিন হোসাইন প্রথম, সারাহ মাসুদ দ্বিতীয় এবং রিদওয়ান নূর তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতার পর ইফতার পর্ব শেষে অতিথি ও স্পন্সরগণ বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার হিসেবে বিভিন্ন অর্থের চেক প্রদান করেন। এছাড়াও বিজয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা জানান টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক (মার্কেটিং ও কমিউনিটি আউটরীচ) সৈয়দ ইলিয়াস খসরু।
এর আগে সিটির এস্টোরিয়াস্থ টাইম টিভি ও বাংলা পত্রিকা অফিসের নিজস্ব স্টুডিওতে দুই গ্রুপের প্রতিযোগিতার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অর্ধ শতাধিক শিু-কিশোর-কিশোরী অংশ নেন। পরবর্তীতে দুই গ্রুপ থেকে ১৫জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিতে ৭০জন রেজিষ্ট্রেশন করে। এতে বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্মের পাশাপাশি অন্য কমিউনিটির মুসলিম শিশু-কিশোর-কিশোরীদের অংশগ্রহণ ছিলো লক্ষণীয়। ফলে অংশগ্রহনকারী আর অভিভাবকদের উপস্থিতিতে টাইম টিভি ও বাংলা পত্রিকার বার্তা কক্ষ উৎসবমুখর হয়ে উঠে। প্রতিযোগিতা আয়োজনের সমন্বয়কারী ছিলেন মওলানা রশিদ আহমদ এবং সঞ্চালক ছিলেন মওলানা আহমেদ আবু সুফিয়ান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মওলানা কারী মোহাম্মদ ইয়াসীন, ওস্তাদ রাহাত ইকবাল এবং ওস্তাদ আব্দুরহমান সুমারী।
প্রতিযোগিতার আয়োজন দেখে এতে অংশগ্রহনকারীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ এবং টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র উদ্যোগের প্রশংসা করেন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সহ বিভিন্ন পর্ব টাইম টেলিভিশনে সরাসরি সম্প্রাচারিত হয়।


advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.