বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন মোটে ৫ ভোট। ২৬ অক্টোবর (শনিবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন ভোট দিতে আসেননি। ভোটারের সংখ্যা নিশ্চিত করেছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।
বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি এসএ সুলতান। তার স্থলাভিষিক্ত হন কাজী সালাউদ্দিন। টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি পদে ছিলেন তিনি। ব্যাপক বিতর্কের মুখে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি হলেন তাবিথ। আগের দুই সভাপতির চেয়ে ভোটের হিসেবে তাবিথ-ই এগিয়ে।
এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ। এবারের নির্বাচনে তাবিথের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কারণ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান তরফদার রুহুল আমিন। মিজানুর রহমান যে তাবিথের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন না, তা অনেকটা অনুমেয় ছিল।
Posted ৮:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh