বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। তিন ভেন্যু- সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে।
এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের পর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, এরপর শেষ পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।
সূচি অনুসারে, ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকাতে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।
দেখে নিন পূর্ণাঙ্গ সূচি—

Posted ১০:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh