বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
বিদায়ী মঞ্চে দর্শকদের স্যালুট করছেন জন সিনা। ছবি : এএফপি
ডব্লিউডব্লিউই–এর ইতিহাসে এক মহাযুগের অবসান ঘটালেন জন সিনা। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে পেশাদার রেসলিংকে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তি । ৪৮ বছর বয়সী সিনার বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ ছিলেন গুন্থার।
ক্যারিয়ারে খুব কমবারই সাবমিট করা সিনার এই পরাজয় উপস্থিত দর্শকদের স্তব্ধ করে দেয়। দীর্ঘদিন পর প্রথমবার ট্যাপ আউট করা সিনাকে দেখে আবেগে ভেঙে পড়ে পুরো অ্যারেনা।
ম্যাচ শেষে ডব্লিউডব্লিউই লকার রুম থেকে একে একে বেরিয়ে আসেন অনেক তারকা রেসলার, যারা সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রিংয়ের মাঝখানে নিজের রিস্টব্যান্ড ও বুট রেখে যান সিনা—রেসলিং দুনিয়ায় যা অবসর নেওয়ার প্রতীক। শেষবারের মতো র্যাম্প বেয়ে উঠে দর্শকদের উদ্দেশে সালাম জানিয়ে বিদায় নেন তিনি।
২০০২ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ডব্লিউডব্লিউই–তে অভিষেক হয় সিনার। শুরুতে জায়গা করে নিতে লড়াই করলেও পরে ‘ডক্টর অব থাগানমিক্স’ চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দ্রুতই সুপারস্টারডমে পৌঁছে যান তিনি।
রিংয়ের বাইরেও সফল ক্যারিয়ার গড়েছেন জন সিনা। হলিউডে নিয়মিত অভিনয় করে তিনি এমন একদল হাতে গোনা ডব্লিউডব্লিউই তারকার কাতারে নাম লিখিয়েছেন, যারা চলচ্চিত্র জগতে দীর্ঘস্থায়ী সাফল্য পেয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে সিনা ঘোষণা দিয়েছিলেন, ২০২৫ সালের শেষে তিনি ইন-রিং প্রতিযোগিতা থেকে অবসর নেবেন। চলতি বছরের জানুয়ারিতে রয়্যাল রাম্বল দিয়ে শুরু হয় তার বিদায়ী সফর, যেখানে বিরল এক হিল টার্নও দেখা গেছে তাকে।
ইভেন্ট শেষে আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস সিনার প্রশংসা করে বলেন, “জন সিনা এই ইন্ডাস্ট্রির মানদণ্ড স্থাপন করেছেন। তার প্রভাব প্রজন্মের পর প্রজন্মের রেসলারকে অনুপ্রাণিত করবে।”
Posted ১১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh