বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে প্যান্ডেমিক বেকার ভাতা সপ্তাহে ৪০০ ডলার করে পুনরায় প্রদানের নির্দেশ দিয়েছেন। গত মার্চ মাসে চালু হওয়া সপ্তাহে অতিরিক্ত ৬০০ ডলার প্যান্ডেমিক ভাতা গত ৩১ জুলাই বন্ধ হয়ে যায়। ডেমোক্র্যাটিক প্রতিনিধিরা এই ভাতা সপ্তাহে ৬০০ ডলার করে এ বছরের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব দেন। সবশেষ খবর অনুযায়ী এই মুহূর্তে অতিরিক্ত বেকারভাতা ৪০০ ডলার করে প্রতি সপ্তাহ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ৪০০ ডলারের মধ্যে একশ ডলার স্টেট সরকার থেকে পরিশোধ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু স্টেটের আইনুনাযায়ী এধরণের কোন বাধ্যবাধকতা নেই। ফলে ৩০০ ডলারের সাথে একশ ডলার যোগ না হলে আপাতত অতিরিক্ত বেকারভাতা ৩০০ ডলারেই সীমিত থাকবে। এই ভাতা প্রদান কার্যকর হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে বলে হোয়াইট হাউজ প্রশাসন জানিয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ও হতাশার সৃষ্টি করেছে।
এর আগে ডেমোক্র্যাটদের একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ছিলো দ্বিতীয় স্টিমুলাস বিল নিয়ে। গত দু’সপ্তাহ এই বিল নিয়ে ত্রিমুখী আলোচনা ও বাকবিতন্ডা চলে। বিশেষ করে হাউস, সিনেট ও হোয়াইট হাউজের মধ্যে অনুষ্ঠিত আলোচনা অচলাবস্থায় পর্যবসিত হয় শেষপর্যন্ত। ইউএস কংগ্রেস ও হোয়াইট হাউজ কোনভাবেই একক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এমতাবস্থায় গত ৮ আগষ্ট থেকে শুরু হয়েছে কংগ্রেসের গ্রীষ্মকালীন অবকাশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে অবকাশ। এতে আটকে যায় আমেরিকানদের বহুল আলোচিত ও কাঙ্খিত অতিরিক্ত বেকার ভাতা ও দ্বিতীয় স্টিমুলাস চেক। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প এ সুযোগ গ্রহণ করেন। গত ৮ আগষ্ট এক নির্বাহী আদেশে ৪০০ ডলার হিসেবে অতিরিক্ত বেকার ভাতা প্রদানের ঘোষণা দিয়ে বাজিমাত করেন তিনি। প্রদেয় ৪০০ ডলার ভাতার মধ্যে ফেডারেল সরকার দিবে ৩০০ ডলার এবং বাকি ১০০ ডলার স্টেট সরকার থেকে দেয়া হবে। কংগ্রেসকে পাশ কাটিয়ে দেয়া প্রেসিডেন্টের এ নির্বাহী আদেশে নাগরিকরা অনেকটাই খুশী। বেকার ভাতা ছাড়াও আরো তিনটি বিষয়ে আদেশ দিয়েছেন তিনি। এসব হলো এক লাখ ডলার পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদেরকে পে-রোল ট্যাক্স দিতে হবে না। স্টুডেন্ট লোন ও উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেছেন। সপ্তাহে ৪০০ ডলার করে অতিরিক্ত ভাতা কতদিন কার্যকর থাকবে এ বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তাছাড়া দ্বিতীয় স্টিমুলাস চেকের ১২০০ ডলার প্রদানের বিষয়টিও ঝুলে গেছে। আগামী সেপ্টেম্বরের আগে এ ব্যাপারে ফয়সালা হওয়ার কোন সুযোগ থাকলো না।
আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারলে পে রোল ট্যাক্সের সুবিধা আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্পের জাতীয় গলফ ক্লাবে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। এ সময় ক্লাবের সদস্যদের উল্লাস করতে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ। কংগ্রেসে করোনাভাইরাস নিয়ে অচলাবস্থার জন্য দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা সবকিছুতেই প্রতিবন্ধকতা তৈরি করছে। এমন অবস্থায় আমি নির্বাহী ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আমেরিকানদের চাকরি বাঁচাতে এবং কর্মীদের ত্রাণ সরবরাহ করতে যাচ্ছি। এছাড়া বাসাভাড়া না দিতে পারা ভাড়াটিয়াদের আইনগতভাবে উচ্ছেদের প্রক্রিয়াও স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। এই ভাইরাসে বিশ্বে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh