বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ২২ মে ২০২১
জো বাইডেন। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র করার উপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সংঘাত নিরসনে এটাই একমাত্র পথ। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আগের মতোই সমর্থন থাকবে জানিয়ে গাজা পুনর্নির্মাণে সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর ২১ মে (শুক্রবার) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি। এই অঞ্চল যত দিন ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত কোনো শান্তি আসবে না।
বাইডেন আরও বলেছেন, তিনি ইসরায়েলিদের সংঘাতের মূল কেন্দ্র জেরুজালেম নগরে ‘আন্তসাম্প্রদায়িক লড়াই’ বন্ধ করতে বলেছেন।
চলতি মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ইসরায়েলের ওপর দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়; যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। সোচ্চার হয় মুসলিম বিশ্ব এবং তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকা।
১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২২ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh