বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
এরিক অ্যাডামসের সাথে আস্যালের নেতৃবৃন্দ।
ডেমোক্রেট দলীয় নিউইয়র্ক সিটি মেয়রপ্রার্থী এরিক অ্যাডামসকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে অ্যাসাল। আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ডেমোক্রেট দলীয় চূড়ান্ত প্রার্থী এরিক অ্যাডামস গত ২২ জুন প্রাইমারিতে জয় লাভ করেন। গত ৮ আগস্ট রোববার এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত একটি ফান্ডরেইজিং অনুষ্ঠানে এই ঘোষণা দেন। ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি ইন নিউইয়র্ক সিটির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফান্ডরেইজিং কো-স্পন্সর ছিলো আস্যাল। আয়োজক সংগঠনের প্রধান ও অ্যাসালের কোষাধ্যক্ষ আহমেদ সাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত অ্যাসালের আজীবন এবং সাধারণ সদস্যগণ অংশ নেন। অ্যাসালের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল প্রেসিডেন্ট ফান্ডরেইজিং তার সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন।
এরিক অ্যাডামসের জীবন বৃত্তান্ত উপস্থাপন করে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার অঙ্গীকার করেন মাফ মিসবাহ। নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সাল থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে এরিক অ্যাডামস দায়িত্ব পালন করে আসছেন বলে উল্লেখ করেন তিনি। নিউইয়র্ক সিটির ৫টি বরোতে অ্যাসালের ৬টি চ্যাপ্টারের সকল সদস্য ও কর্মকর্তা এরিক অ্যাডামসের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত তারা কোন ব্যাংকিং ছাড়াও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এরিক অ্যাডামসের পক্ষে প্রচারণা চালাতে। অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, এরিককে সমর্থন দেয়া মানে তার বিজয় নিশ্চিত করতে কাজ করা। মেয়রপ্রার্থী হিসেবে তার নির্বাচনী ইস্যু সবার মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। এরিক অ্যাডামস ফান্ডরেইজিং এবং তাকে সমর্থন জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। নির্বাচিত হলে তিনি মাইনরিটি ও ইমিগ্র্যাটদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh