নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
করোনা মহামারির কারণে কুইন্সের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবার বিশেষ অনুদান দেয়ার ঘোষণা দিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। সম্প্রতি কুইন্স স¦ল্প বিজনেস অনুদান প্রোগ্রামের জন্য স্টিভ কোহেন ১৭.৫ মিলিয়ন ডলার অনুদান দেন। এর মধ্যে থেকে ১৫ মিলিয়ন ডলার তিনি গ্রান্ট হিসেবে প্রদান করবেন বলে জানিয়েছেন বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস বলেন, কোভিড নাইন্টিন সংখ্যালঘু কম্যুনিটিতে বেশি আঘাত হেনেছে। এই কম্যুনিটির স্মল বিজনেসকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা কুইন্স স্মল বিজনেস অনুদান প্রোগ্রাম শুরু করলাম। তিনি বলেন, এই গ্রান্টের অর্থ স্মল বিজনেস প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবে।
মঙ্গলবার তিনি এই কর্মসূচী উদ্বোধন করেন। কুইন্স বরো প্রেসিডেন্টকে এই অনুদান দেয়ার ব্যাপারে সহায়তা দিচ্ছে নিউইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলমেন্ট কর্পোরেশন। স্ট্রিট ভেন্ডর এবং মাইনোরিটি কম্যুনিটির ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান কোভিডের সবচেয়ে বেশি আক্রান্ত এলাকায় অবস্থিত এবং লো ও মডারেট ইনকাম কম্যুনিটিতে অবস্থিত তাদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও নিউইয়র্ক সিটি ৩০শতাংশ অনুদানের অর্থ রেস্টুরেন্ট, স্ট্রিট ভেন্ডরকে দেয়া ছাড়াও অতিরিক্ত ২.৫ মিলিয়ন ডলার দেবে। উল্লেখ্য স্টিভ কোহেন মেটস এর সত্বাধিকারী। এই গ্রান্ট পাওয়ার শর্ত হলোঃ অবশ্যই ব্যবসার স্থান কুইন্স বরোর লো ও মিডিয়াম ইনকাম গ্রুপের এলাকা অথবা কোভিড-নাইন্টিনে সবচেয়ে বেশি আক্রান্তভূক্ত এলাকায় হতে হবে।
রেস্টুরেন্ট, খুচরো বা পার্সোনাল সার্ভিস ব্যবসা হতে হবে। রেস্টুরেন্টের অবস্থান হতে হবে ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে । ফার্স্ট ফ্লোরে হতে হবে খুচরো বা পার্সোনাল সার্ভিস বিজনেসের অবস্থান । ২০১৯ সালে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ২০ বা তার কম সংখ্যক ফুল টাইম কর্মচারী থাকতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের গ্রোস ইনকাম ১মিলিয়ন ডলার বা তার কম হতে হবে ২০১৯ সালে। রেস্টুরেন্ট হলে ২০১৯ সালে গ্রোস ইনকাম ৩ মিলিয়ন ডলার বা তার কম হতে হবে।বিজনেস ট্যাক্স রিটার্ন এবং মালিককে পার্সোনাল ট্যাক্স রিটার্ন করতে হবে ২০১৯ সালে । কোনো ওপেন ট্যাক্স লিয়েন থাকলে বা নিষ্পত্তি না হওয়া জাজমেন্ট থাকলে অনুদান দেয়া হবে না। প্রথম দুটিতে বাংলায় নিয়মাবলী জানা যাবে। যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের এককালীন সর্বাধিক ২০,০০০ ডলার দেয়া হবে।যারা এই অনুদানের জন্য আবেদন করতে চান তারা নিচের ইমেইলে যোগাযোগ করতে পারেন :
queensbizgrant@accompanycapital.org
queens@bocnet.org.
queensgrant@pursuitlending.com
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh