নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র বিশাল ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৫ এপ্রিল রোববার। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্রুকলীনের হাদী পার্টি হলে বসেছিল প্রবাসী কোম্পানীগঞ্জবাসীর মিলন মেলা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন হল ভর্তি এ ইফতার উৎসবে। সংগঠনের সভাপতি রহমান এইচ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এস এম মাঈন উদ্দীন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল।
লিখিত বক্তব্য পাঠ করেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন, মাঈন উদ্দিন বাবর প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোয়াখালী সমিতির সহ সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এ সময় আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি রহমান এইচ আরজু। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বেলাল মসজিদের ইমাম হাফিজ মাওলানা করিম। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ ও জাতির কল্যাণ সহ করোনামুক্ত বিশ্ব কামনায় বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি সালামত উল্লাহ, বাংলাদেশ সোসাইটির অন্যতম ট্রাস্টি হাজী মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি হাজী জয়নাল, প্রবীণ সদস্য প্রফেসর ডা. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা উন্নয়নে এই আয়োজন বিশাল ভূমিকা রাখবে।
তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি রহমান এইচ আরজু, সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম মাঈন উদ্দীন, সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সহ কোষাধ্যক্ষ সাইফুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, অফিস সম্পাদক মোবারক আলী, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আবছার স্বপন, সদস্য আব্দুল করিম, মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ গোলাম মোস্তফা। ইউএসএনিউজঅনলাইন
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh