বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
চার্লস বি. ওয়াং কমিউনিটি হেলথ সেন্টার (সিবিডব্লিউসিএইচসি) গুড হেলথ ডে (সুস্বাস্থ্য) দিবস উপলক্ষে স্থানীয় প্রেস, কমিউনিটি পার্টনার ও স্পন্সরদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। গত ২৪ জুলাই বুধবার সিবিডব্লিউসিএইচসি’র নতুন লোকেশন কুইন্সের ফ্লাশিংয়ে (১৩১-৭২ ৪০-তম রোডে) এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। আগামী ৩ আগস্ট শনিবার লোয়ার ম্যানহাটনের সারা ডি রুজভেল্ট পার্ক (গ্র্যান্ড স্ট্রিট ও ক্রিস্টি স্ট্রিট) এবং ১০ আগস্ট শনিবার কুইন্সের ফ্লাশিংয়ের ১৩৬-২৬ ৩৭-তম অ্যাভিনিউতে বার্ষিক গ্রীষ্মকালীন মেলা অনুষ্ঠিত হবে। উভয় ইভেন্ট সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চার্লস বি. ওয়াং কমিউনিটি হেলথ সেন্টারের সিইও কৌশল চাল্লা বলেন, ‘১৯৭১ সালে প্রথম চায়নাটাউন স্বাস্থ্য মেলা লোয়ার ম্যানহাটন এবং ফ্লাশিং, কুইন্সজুড়ে ছয়টি লোকেশনসহ বর্তমান স্বাস্থ্য কেন্দ্র বিকশিত হয়েছে। ৫৩ বছর পরে আমরা এখনো বার্ষিক সুস্বাস্থ্য দিবস ইভেন্টের মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে যুক্ত হতে এবং বিনামূল্যে আমাদের কার্যক্রম ও স্বাস্থ্য পরিষেবা দিতে উন্মুখ।’
কমিউনিটির একটি প্রধান ইভেন্ট, গুড হেলথ ডে ইভেন্ট কমিউনিটির সদস্যদের তাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে জ্ঞান ও উৎসাহ দিয়ে ক্ষমতায়ন করে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- বিনামূল্যে রক্তচাপ, কোলেস্টেরল, রক্তের গ্লুকোজ, বিএমআই এবং আরও অনেক কিছুসহ স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও থাকবে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও সামাজিক সেবা সংস্থান, স্বাস্থ্য বীমা তথ্য ও নিবন্ধন সহায়তা এবং পুরো পরিবারের জন্য বিনোদন। স্বাস্থ্য কেন্দ্রে সাইটও থাকবে যারা সিবিডব্লিউসিএইচসি চাকরির জন্য আবেদন করতে আগ্রহী তাদের জন্য জীবনবৃত্তান্ত পর্যালোচনা করার সুযোগ থাকবে। সিবিডব্লিউসিএইচসি চাকরির সুযোগ খুঁজুন এখানে: https://www.bitly.com/CBWCHChiringGood
Posted ১২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh