নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মধ্যরাতে এ নিয়ে তুমুল উত্তেজনা ঘটে যায় এই বাঙালি পাড়ায়। ঘটনার দিন গত ১২ জুলাই রাত সাড়ে দশটার দিকে শামীম ওসমান এমপি জ্যাকসন হাইটসে আসেন। এসময় তাকে উদ্দেশ্য করে বিএনপির কিছু কর্মী ‘ভূয়া’ ‘ভূয়া’ বলে চিৎকার করতে থাকেন। এছাড়াও নানা ধরণের স্লোগান দিতে থাকেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে আসলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা। চলে ধাক্কাধাকি। পানির বোতল ও খালি চায়ের কাপ নিক্ষেপের ঘটনাও ঘটে। শামীম ওসমানের সাথে চলে তর্ক-বিতর্ক।
এক পর্যায়ে শামীম ওসমান বলেন, আমার নাম শামীম ওসমান, আমেরিকা শহরে থাকো বলে তুমি মনে করিও না এটি তোমার শহর। এসময় আরো উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উল্লেখ্য যে, ১২ জুলাই সকালে শামীম ওসমান এমপি ও তার স্ত্রী নিউইয়র্ক আসেন। আরো উল্লেখ্য যে, কিছুদিন ধরে বেশ কয়েকটি গণমাধ্যমে ‘শামীম ওসমানের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে’ এমন সংবাদ প্রকাশ করে আসছিল। এ সংসদ সদস্য খবরটি ভুল বলেও এর প্রতিবাদ জানিয়েছিলেন। তিনিসহ তার পরিবারের সদস্যদের ভিসার মেয়াদ আরো তিন বছর আছে বলে দাবিও করেন । এবার নিউইয়র্কে স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছে সংবাদের অসত্যতা প্রমাণ করেছেন তিনি।
এদিকে নিউইয়র্কে পৌঁছে শামীম ওসমান নিজেও এক অডিও বার্তায় বলেছেন, যারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এ বিষয়গুলো নিয়ে এ ধরনের অপপ্রচার চালায়, তারা বাংলাদেশের বন্ধু না, তারা দুশমন। তাদেরকে মনে রাখতে হবে যে, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায় তাদেরকেই ইয়েলো জার্নালিস্ট বলে।উল্লেখে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় শামীম ওসমানের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে গেছে। দেশটির সরকার বাংলাদেশের কয়েকজনের ওপর স্যাংশন জারি করেছে বলেও উল্লেখ করা হয়। তাদের মধ্যে শামীম ওসমানের নাম ছিল বলেও গুঞ্জন রটানো হয়। যদিও শামীম ওসমান সম্প্রতি দেশে বিভিন্ন অনুষ্ঠান ও সভা সমাবেশে এটি অস্বীকার করেন। জানান তার আমেরিকার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। প্রকাশিত সংবাদ গুজব। এর আগে সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহধর্মিনী লিপি ওসমান ২০২১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
ছবি : সংগৃহীত
বাদলের নোয়াখালীর বাড়িতে হামলা
নিউইয়র্কে শামীম ওসমানকে ভোট চোর ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা বিএনপি নেতা বাদল মির্জার (৩২) বাড়িতে হামলা চালিয়েছে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ। গত ১৫ জুলাই দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে এ ঘটে। জানা গেছে, বাদল মির্জা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী।
ইতোমধ্যে ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদল মির্জার বসতঘরের সামনে বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন সম্রাটসহ উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা ককটেল হামলা ও ভাঙচুর চালায়। গত ১৫ জুলাই দুপুরে বাদল মির্জার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলার কথা স্বীকার করে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন বলেন, শামীম ওসমান সারা বাংলাদেশের গর্ব। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। মূলত বাদল মির্জা আওয়ামী লীগ ও আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন। তাই একজন ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা মেনে নিতে পারিনি। তাই আজ তার ঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছি। এসময় উত্তেজিত নেতাকর্মীরা তার বসতঘরে হামলা ও ভাঙচুর করে।এ বিষয়ে বাদল মির্জা বলেন, আমার বাড়িতে ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছি আমি তাদের গ্রেপ্তারের দাবি জানাই। এবং তীব্র নিন্দা জানাই। আমি শামীম ওসমান ভাইকে গণতন্ত্র নিয়ে কথা বলেছি কিন্তু কোনো কটূক্তি করিনি। আমার পরিবারের কেউ নিরাপদ নই। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, হামলার বিষয়টি প্রথমে আপনার কাছে শুনেছি। কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, কে বা কারা হামলা চালিয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমি ছাত্রলীগের একটি সভায় আছি। পরে এ বিষয়ে কথা বলবো।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh