বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ২২ আগস্ট ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ট্রাম্প প্রেসিডেন্সিকে রিয়েলিটি শো মনে করেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার জাদুঘরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্মেলনের তৃতীয় দিনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন ওবামা।
ওবামা বলেন, ‘আমি কখনোই আশা করিনি ডোনাল্ড ট্রাম্প আমার লক্ষ্য এবং নীতিগুলোকে সাদরে গ্রহণ করবেন। কিন্তু আমি আশা করেছিলাম দেশের স্বার্থে ট্রাম্প প্রেসিডেন্সিকে একটু গুরুত্ব সহকারে নেবেন। তিনি হয়তো ওভাল অফিসের গুরুত্ব বুঝবেন এবং গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে কিছু করবেন। কিন্তু তিনি তা কখনোই করেননি।’
নিজের বক্তব্যে স্ত্রী মিশেল ওবামারই মন্তব্যের প্রতিধ্বনি করে ওবামা বলেন, ‘ট্রাম্পের প্রেসিডেন্সিকে যত্ন করার কোনো আগ্রহই নেই। উপরুন্তু তিনি নিজের প্রতি মনোযোগ কেড়ে নিতে ব্যস্ত। প্রেসিডেন্সি তাঁর কাছে যেন আরো একটি রিয়েলিটি শো।’
জো বাইডেনকে ‘ভাই’ ও কমলাকে ‘বন্ধু’ সম্মোধন করে ওবামা বলেন, ‘জো সহানুভূতিশীল ও শালীন। তিনি এমন একজন যিনি সবাইকে সম্মান করেন, মানুষের কথা শোনেন এবং নিজের বাবা-মায়ের প্রদত্ত আদর্শ লালন করেন। আমার আট বছরের প্রেসিডেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় জো আমার সঙ্গে ছিলেন। তিনি আমাকে সেরা প্রেসিডেন্ট বানিয়েছেন। তাঁর দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব রয়েছে। আমার বন্ধু কমলা তাঁর রানিং মেট হিসেবে যোগ্য। তিনি এমন একজন, যিনি জানেন কীভাবে বাঁধা মোকাবিলা করতে হয়, অন্যদের সাহায্য করতে হয় এবং আমেরিকান স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। তাঁরা দুজনেই জানেন, কেউই আইনের ঊর্ধ্বে নন।’
Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh