নিউইয়র্ক (ইউএনএ) : | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী যুবক জাকির হোসেন রুবেল (২৭) মৃত্যুবরণ করেছেন। স্থানীয় বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
এদিকে জাকির হোসেন রুবেলের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। জাকির হোসেন রুবেলের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২ নং কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। এক মর্মান্তিক সাইকেল (ডেলিভারী করা কালীন) দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন । সুখ, সমৃদ্ধি, নিরাপদ আর উন্নত জীবনের আশায় তিন বছর আগে তিনি তার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং নিউইয়র্কেইবসবাস করছিলেন। অপরদিকে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএস ইনক’র পক্ষ থেকে জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh