নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বাংলাদেশ কনভেনশন। দুইদিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হবে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে। কনভেনশনে বিভিন্ন সেমিনারের পাশাপাশি থাকবে বিভিন্ন জিনিস কেনার জন্য রকমারী সব পণ্যের স্টল। থাকবে ফ্যাশন শো, ট্যালেন্ট শো, কাব্য জলসা এবং মেগা কনসার্ট। এখনও যারা স্টল বরাদ্দ নেননি তাদের জন্য আয়োজকরা মেলার স্টল বরাদ্দ নেয়ার সুযোগ রেখেছেন। কনভেনশনে যাওয়ার জন্য কোন ফি দিতে হবে না। এর এন্ট্রি ফ্রি। এবারের সম্মেলন ৫ম বারের মতো করা হচ্ছে।
কনভেনশনের কনভেনর করা হয়েছে নিলুফার ইয়াসমিন পান্না, প্রেসিডেন্ট মো: আব্দুর দিলিপ, চেয়ারম্যান নূরুল আজিম, ভাইস প্রেসিডেন্ট শাহীন কবির, মেম্বার সেক্রেটারি আলমগীর খান আলম। অ্যাডভাইজার হিসাবে আছেন গিয়াস আহমেদ, আসেফ বারী, দুলাল বেহেদু, মিজানুর আর ভুঁইয়া মিল্টন, মোহাম্মদ ফাহিম জান, নুরুল আমিন, বদরুন নাহার খান মিতা, আতাউর রহমান সেলিম, শাহ নেওয়াজ, ডা: এস হাসান, শাহ জে চৌধুরী, পল খান, মইনু জামান চৌধুরী, মোহাম্মদ হোসেন, মো: আবুল কাশেম, বেলাল চৌধুরী। কো কনভেনর হাসান জিলানী, হেলাল মিয়া, মাসুদ সিরাজী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ. খালেক, মিয়া দুলাল, মিশুক সেলিম, সাদেক শিবলী, খায়রুল ইসলাম খোকন, মাকসুদ চৌধুরী, তানভীর কায়সার, ডিউক খান, মোহাম্মদ সারোয়ার, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ ইকবাল এবং লিটু চৌধুরী।
আলমগীর খান আলম বলেন, আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছি। এবার এই সপ্তাহে অন্য বড় কোন প্রোগ্রাম না থাকার কারণে আমরা আশা করছি সবাই যোগ দিবেন এবং তারাও আনন্দের সামিল হবে। দেশে ও প্রবাসের বিভিন্ন কমিউনিটির মানুষ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানে পবন দাস, প্রতীক হাসান, সেলিম চৌধুরী, তানজিন তৃষাসহ বিভিন্ন শিল্পী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নিবেন। প্রবাসের বিভিন্ন শিল্পীও অনুষ্ঠানে অংশ নিবেন।
Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh