নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেইটের বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর পাশাপাশি এবারে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ব্ল্যাক হিস্টরি মান্থ উদযাপন করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিনে বিখ্যাত মসজিদ তাকওয়ার সামনে এ আয়োজন করে সংস্থাটি। কর্মসূচী পালন উপলক্ষ্যে বিনামূল্যে রান্নাকরা খাবার , ব্লাক হিস্টরি উপর বিভিন্ন বই বিতরণ কওে সংস্থাটি। এতে বিভিন্ন কমিউনিউটির দুই শতাধিক লোক অংশগ্রহণ করে। নিউ ইয়র্কেও পাশাপশি এ কর্মসূচী পালন করা হয় নর্থ ক্যরোলিনা, দেলোয়ার, লসএঞ্জেলেস ও শিকাগোর বিভিন্ন সিটিতে।
রোববার কর্মসূচীর উদ্বোধন করেন ব্রুকলিন ব্যুরো -এর পাবলিক এডভোকেট জিব্রিল জুল্লাহ। এসময় তিনি বলেন , কালো বর্ণেও মানুষদেও এদেশ গঠনে অবদান আমরা ভূলতে পারি না। তাদেও সংগ্রাম ও ত্যাগ তীতিক্ষার বিষয়টি আজকে আমাদেও নুতুন প্রজন্মকে জানাতে হবে।
এসময় তিনি , করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশনকে পাবলিক এডভোকেট অফিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। স্বাগত বক্তব্যে যাকাত ফাউন্ডেশনের নিউ ইয়র্ক অঞ্চলে নিয়োজিত ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইমরান আনসারী বলেন, প্রত্যেক সমাজেই কমবেশি বর্ণবাদী মানুসিকতা বিদ্যমান রয়েছে। যথাযথ শিক্ষাব্যবস্থা ও সচেতনতার মাধ্যমে আমরা এবর্ণবাদকে সমূলে উৎপাটন করতে পারি। এজন্য আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে বর্ণবাদ এখনো বিদ্যমান রয়েছে, সুতরাং এর মূলোৎপাটনে বিচারব্যবস্থাকে কার্যকর করতে হবে। তিনি আরো বলেন, কালো বর্ণেও মানুষের জীবন সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই যাকাত ফাউন্ডেশন দেশব্যাপী এসংশ্লিষ্ট বই বিতরণের উদ্যোগ নিয়েছে।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh