নিউইয়র্ক | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
ছবি : সংগৃহীত
স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মদিন উপলক্ষে গত ২০ জানুয়ারি শনিবার বাদ এশা নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম। দোয়া মাহফিলে ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাদিক দরুদ শরীফ পাঠ করেন এবং ইমাম সাহেব মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ইমাম সাহেব স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এছাড়া মোনাজাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সুস্থতা কামনা, তারেক রহমানের সুস্থতা সহ বাংলাদেশের সামগ্রিক মঙ্গল কামনা ইমাম সাহেব মোনাজাত শেষ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনিন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, মোঃ রিপন মিয়া, মোঃ রেজবুল কবির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন হাওলাদার, মোঃ হাসান এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন, গোলাম মাহমুদ, মোঃ হাসান, মোঃ সাইফুল, মোঃ সোহেল রানাসহ আরও অনেকে। প্রচন্ড কনকনে ঠান্ডা মাইনাজ -১৫ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার পরেও যে সকল নেতৃবৃন্দ দোয়ায় অংশগ্রহন করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ্য থেকে আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব মোঃ বদিউল আলম ধন্যবাদ জানান।
Posted ৪:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh