বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২২ মার্চ ২০২১
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো সোশ্যাল মিডিয়ায় আসছেন, তবে এবার নিজস্ব নেটওয়ার্ক নিয়ে। ২১ মার্চ (রবিবার) ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার ফক্স নিউজকে এ কথা জানান।
দীর্ঘদিনের পরামর্শদাতা এবং ট্রাম্পের ২০২০ সালের প্রচারের মুখপাত্র জেসন মিলার জানিয়েছেন, ‘আমার ধারণা, আগামী দুই তিন মাসের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে ফিরে আসবেন, তবে এবার তার নিজস্ব প্লাটফর্ম নিয়ে।’
তিনি বলেন, ট্রাম্পের এই প্লাটফর্ম সামাজিক মাধ্যমে ‘হটেস্ট টিকেট’ বা অত্যন্ত জনপ্রিয় হবে। সেটি পুরো পরিস্থিতি পাল্টে দেবে। জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ সহিংসতার পর থেকে ট্রাম্পের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করেছে প্রতিষ্ঠান দুইটি। ছয়ই জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
এর কয়েকদিন পরে, টুইটার ঘোষণা করে, সহিংসতায় আরও উস্কানি দেয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট- ‘অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গত ১০ বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। টুইটারে প্রায় ৯ কোটি অনুসারী ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।
তবে ট্রাম্প কোন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তা এখনো জানা যায়নি। মিলার এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন, সেটা সবাইকে দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
ডোনাল্ড ট্রাম্পের এই উপদেষ্টা বলেছেন, ট্রাম্প তার এই নতুন প্রকল্প নিয়ে এর মধ্যেই ফ্লোরিডায় তার রিসোর্টে বেশ কয়েকটি টিমের সঙ্গে ‘বড় ধরনের’ কয়েকটি বৈঠক করেছেন। বেশ কয়েকটি কোম্পানি সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি।
মিলারের মতে, ‘নতুন এই প্ল্যাটফর্ম হবে বিশাল বড়। ট্রাম্প অসংখ্য মানুষকে সেখানে টেনে নিয়ে আসতে পারবেন।’ সূত্র : ফক্স নিউজ, সিএনএন
Posted ৭:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh