বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন কর্তৃক ঘোষিত মেডিলিয়ান ট্যাক্সি ও গ্রীন ট্যাক্সির ভাড়া বৃদ্ধি গত সোমবার রাত ১২:০১ মিনিট থেকে কার্যকর হয়েছে। দীর্ঘ ১২ বছর পর টিএলসি ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করল। ভাড়া বৃদ্ধির ফলে আগেকার নূন্যতম ভাড়া ২.৫০ ডলারের স্থলে ৩.০০ ডলার দিয়ে শুরু হয়েছে। এমটিএ, হ্যান্ডিক্র্যাফ্ট ও কনজেশন সারচার্জ ৩.৩০ ডলারের স্থলে ৪ডলার হয়েছে।
বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাশ আওয়ার সার চার্জ ১ ডলারের স্থলে ২ ডলার করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট সারচার্জ .৫০ সেন্টের পরিবর্তে ১ ডলার করা হয়েছে। জেএফকে এয়ারপোর্ট থেকে ম্যানহাটান বা ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টের পূর্বেও ফ্ল্যাট রেট ৫২ ডলারের স্থলে ৭০ডলার করা হয়েছে। নিউইয়ার্ক এয়ারপোর্টের ভাড়া আগে যেখানে ২০ ডলার দিয়ে শুরু করা হত সেটা এখন থেকে ২৩ ডলার দিয়ে শুরু করা হয়েছে।
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh