বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
নিউইয়র্কের আদালতে ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি
আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হয়েছে।
ট্রাম্পের দুই ছেলে ও প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও এ মামলার আসামি। ২ অক্টোবর (সোমবার) ট্রাম্প আদালতে হাজির হলে শুনানি অনুষ্ঠিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সম্পদের মূল্য অতিরঞ্জিত করেছেন। পাশাপাশি কর সংগ্রহকারী, ঋণদাতা ও ইন্স্যুরেন্স কোম্পানিকে মিথ্যা বলেছেন। শুনানিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবী বলেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ১শ’ কোটি ডলারের বেশি সম্পদ উপার্জন করেন।
দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে জেলে যেতে হবে না। কয়েকটি ব্যবসার লাইসেন্স হারাতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে বড় অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন, সম্পদ হারানোটা হবে ট্রাম্পের জন্য বড় আঘাত। এ নিয়েই তিনি সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। ডেমোক্রেট দলীয় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস কয়েক বছরের তদন্তের পর ট্রাম্প ও কোম্পানির বিরুদ্ধে আর্থিক বিবরণীতে তথ্য গোপনের এ অভিযোগ আনেন। তবে ট্রাম্প এ বিচারকে ‘প্রেতাত্মা খোঁজা’ বলে বর্ণনা করে আসছেন।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh