নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
নিউইয়র্ক সিটিতে জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আল মামুর স্কুল। সম্প্রতি আল মামুর স্কুলে আতিয়া উসমান পাশা নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। অধ্যক্ষ অনুসন্ধান কমিটির শীর্ষস্থানীয় নির্বাচিত সদস্য ছিলেন তিনি। অধ্যক্ষ অনুসন্ধান কমিটিতে ছিলেন ড. মোতাসিম বিল্লাহ, ডিডিএস ড. ওয়াদুদ ভূঁইয়া, ডিডিএস, ড. নাজমুল খান এমডি, ড. মাহমুদুর রহমান তুহিন এমডি, সৈয়দ আবু মুজাফফর, আর. পি.এইচ, ডি. সোহেলী চৌধুরী, পিএইচডি, অধ্যক্ষ আরশীন সাঈদ এবং ড. মহসিন পাটোয়ারী।
উল্লেখ্য, অধ্যক্ষ আতিয়া উসমান পাশার রয়েছে ৩০ বছরেরও বেশি সময় ধরে এই ক্ষেত্রে অভিজ্ঞতা। ইসলামিক স্কুলে অধ্যক্ষ হিসেবে এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। তিনি একজন সার্টিফাইড অধ্যক্ষ (পি-১২) এবং একজন সার্টিফাইড বিজ্ঞান শিক্ষক (৬-১২)। জেনেটিক্সে স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রিধারী।
তিনি বর্তমানে ডক্টরেট ডিগ্রি প্রার্থী হিসেবে অধ্যয়নরত। ২০২৬ সালের প্রথম দিকে এটি অর্জনের কথা রয়েছে। অধ্যক্ষ পাশা প্রতিটি শিশুর আজীবন শিক্ষার্থী হওয়ার সম্ভাবনায় বিশ্বাস করেন এবং অন্যদের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলার এবং ইসলামী মূল্যবোধ প্রচারের সাথে সাথে ব্যক্তিগত শিক্ষার্থীর বিকাশকে উৎসাহিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার দর্শণ শিক্ষার্থীদের ইসলামী পরিচয় সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেয়। তাদের শিক্ষাকে দ্বীনের সাথে সংযুক্ত করতে এবং একটি অন্তর্ভূক্তিমূলক পরিবেশে উন্নতি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।
আল মামুর স্কুল ২০০৩ সালে জ্যামাইকা মুসলিম সেন্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বাধীন অলাভজনক, ৫০১(সি)৩ চার্টার্ড স্কুল যা নিউইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট এবং নিউইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদিত। স্কুলটি প্রি-কে থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত শিক্ষা দান করে। এতে প্রায় ৩৪০ জন শিক্ষার্থী এবং ৪৮ জন শিক্ষক ও কর্মী রয়েছে। স্কুলটি ইসলামী পরিবেশে বিশ্বমানের শিক্ষা প্রদান করে। এর ১০০% হাইস্কুল গ্রাজুয়েশন সম্পন্ন করে। একটি পরিচালনা পরিষদ স্কুলের বিষয়গুলি তদারকি করে। অধ্যাপক মহসিন পাটোয়ারী পিএইচডি আল মামুর স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও তিনি প্রিন্সিপাল সার্চ কমিটির চেয়ারম্যান।
Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh