নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান আর নানা আয়োজনে নিউইয়র্কে রক্তাক্ত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে ৩ জুলাই রোববার নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় জুলাই বিপ্লবের প্রদর্শণী, দোয়া মাহফিল, কুইজ, কবিতা পাঠ, আলোচনা সভা ও দেশত্বাবোধক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পেট্রিয়টস অফ বাংলাদেশ-এর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আখতার হোসেন বাদল।
বিকেলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। এসময় সকল শহীদ ও নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশী পুলিশ অফিসার দিদারুল ইসলাম রতন সহ দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি লু। তিনি তার বক্তব্যের পর অতিথি ও সংগঠকদের মাঝে সম্মাণনা সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষ থেকের প্ল্যাক প্রদান করা হয়।
অনুষ্ঠানের মূল আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল লতিফ সম্রাট ও আলী ইমাম শিকদার, অধ্যাপক ড. শওকত আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, টিবিএন২৪ চ্যানেল-এর ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাহউজ্জামান, কবি জহিরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিনা ফারাহ, মোশাররফ হোসেন সবুজ, জয়নাল আবেদীন, মাহাতাব উদ্দিন, শাহানা মাসুম, জাকির হাওলাদার, নতুন প্রজন্মের প্রতিনিধি ইউটিউবার প্রিসিলা, মাহতাব খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পেট্রিয়টস অফ বাংলাদেশ-এর সভাপতি আব্দুল কাদের ও দেলোয়ার হোসেন শিপন।অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবিএম ওসমান গণি, রাজনীতিক আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট প্রফেসর সৈয়দ আজাদ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উনবাঙাল-এর শিল্পীরা ছড়া, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন। এসময় ছড়া পাঠ করেন কবি জহিরুল ইসলাম, কবিতা পাঠ করেন আহসান হাবীব, মোহাম্মদ সাদিক, সোহেল হাবীব ও রেনু রোজা। দলীয়ভাবে জুলাই আন্দোলন-২০২৪ নিয়ে লেখা গান আর দেশের গান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, মিতা হোসেন, মুক্তি জহির, রেজা কামাল, নজরুল ইসলাম, চমক ইসরাম, মুন্না চৌধুরী ও রোজী, রেনু রোজা। অনুষ্ঠানের মাঝে জুলাই বিপ্লবের আন্দোলনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সাঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, অনুষ্ঠানের আলোচনা পর্বে মিনা ফারাহ বিএনপি সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দিলে সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীরা বাধা দিলে খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে মিনা ফারাহর বক্তব্য আয়োজকরা প্রত্যাহার করার পর যথারীতি অনুষ্ঠান শুরু হয়। অপরদিকে সঙ্গীত পরিবেশনের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী-যুবলীগের কতিপয় কর্মী অনুষ্ঠান স্থলে এসে ‘জয় বাংলা’ শ্লোগান তুলে ‘শেখ হাসিনার পক্ষে এবং ড. ইউনূসের বিরুদ্ধে’ নানা শ্লোগান দিতে শুরু করে। অপরদিকে উনবাঙাল-এর শিল্পীরা দলীয় সঙ্গীত চালিয়ে যেতে থাকে। ফলে আবার খানিকা উত্তেজনার সৃষ্টি হয়। এসময় অনুষ্ঠান আয়োজকদের কর্তৃক নিয়োজিত নিরাপত্তা কর্মীরা আওয়ামী কর্মীদের ঘেরাও করে রাখে এবং এক পর্যায়ে তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করে এবং আবার যথারীতি অনুষ্ঠান শুরু হয়। এসময় অনুষ্ঠান মঞ্চ থেকে পাল্টা শ্লোগান তুলা হয় ‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনার ৃ. সন্তানরা পালাইছে’, ‘পালাইছেরে পালাইছে, হাসিনার মতো পালাইছে’। পরবর্তীতে অনুষ্ঠান স্থলের নিকটেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সিটি পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি আনে।
Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh