শুক্রবার, ৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা ও লং আইল্যান্ড সিটিতে অ্যাফোর্ডেবল হাউজিং

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

জ্যামাইকা ও লং আইল্যান্ড সিটিতে অ্যাফোর্ডেবল হাউজিং

অ্যাফোর্ডেবল হাউজিং এর আওতায় কুইন্সের জ্যামাইকা ও লং আইল্যান্ড সিটিতে লটারির মাধ্যম অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জ্যামাইকার ৮৯-৪৬ ১৬৪ ষ্ট্রিটে ১২-তলা বিশিষ্ট “ট্রি অফ লাইফ” অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ১৭৪টি অ্যাপার্টমেন্ট ইউনিট এবং লং আইল্যান্ড সিটির ২২-৪৪ জ্যাকসন এভিনিউয়ে সদ্য নির্মিত ৪৮ তলা-বিশিষ্ট আবাসিক অট্টালিকা ‘৫পয়েন্ট’ এর ৩৩৭টি অ্যাপার্টমেন্ট ইউনিট লটারির ভিত্তিতে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জ্যামাইকায় “ট্রি অফ লাইফ” এর অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল এবং লং আইল্যান্ট সিটির “৫পয়েন্টে” আবেদন করার শেষ তারিখ আগামী ২৫ মে। লং আইল্যাণ্ড সিটির সাবেক ৫পয়েন্ট ওয়্যারহাউজের পরিত্যক্ত স্থানে মোট ১,১২২টি অ্যাপার্টমেন্ট ইউনিট নির্মিত হবে। এ উদ্যোগের নকশা তৈরি করেছে এইচটিও আর্কিটেক্টস এবং নির্মাণকাজ বাস্তবায়ন করছে জিএন্ডএম রিয়েলটি।

জ্যামাইকায় “ট্রি অফ লাইফ” ভবনের নকশা তৈরি করেছে জিএফ৫৫ পার্টনার্স এবং নির্মাণকাজ বাস্তবায়ন করেছে ব্লুষ্টোন অর্গানাইজেশন ও দ্য ফার্ষ্ট প্রেসবাইটেরিয়ান চার্চ অফ জ্যামাইকা।“ট্রি অফ লাইফ” এর ইউনিটগুলোর একটি উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ থাকবে যাদের বার্ষিক আয় ২৫,৩৭২ ডলার থেকে ৪৫,৫০০০ ডলারের মধ্যে তাদের জন্য মাসিক ৬৬৭ ডলার ভাড়ায় একটি স্টুডিয়ো বরাদ্দ করা হবে। ৩১,৯২০ ডলার থেকে ৫১,২০০ ডলার আয়সীমার লোকদের জন্য মাসিক ৮৪৮ ডলার ভাড়ায় এক বেডরুমের ১০ টি অ্যাপার্টমেন্ট, ৩৮,৯৪৯ ডলার থেকে ৬১,৪০০ ডলার পর্যন্ত আয়সীমার লোকদের জন্য মাসিক ১,০২৭ ডলার ভাড়ায় ৪টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ৪৫,০৮৬ ডলার থেকে ৭০,৫০০ ডলার পর্যন্ত আয়সীমার লোকদের জন্য মাসিক ১,১৭৯ ডলার ভাড়ায় দুটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট বরাদ্দ করা হবে। এছাড়াও এই আবাসিক কমপ্লেক্সে আরো বিভিন্ন ধরনের আয়সীমা ও ভাড়ার পরিমাণের ভিত্তিতে বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যাপার্টমেন্ট লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হবে। আবেদন করার সময় সম্ভাব্য ভাড়াটেদেরকে অবশ্যই আয়ের শর্ত ও বাড়ির আয়তনের প্রয়োজনের শর্তাবলী পূরণ করতে হবে। আবেদন করার সময় সম্ভাব্য ভাড়াটেদেরকে অবশ্যই আয়ের শর্ত ও বাড়ির আয়তনের প্রয়োজনের শর্তাবলী পূরণ করতে হবে।


লং আইল্যান্ড সিটির ইউনিটগুলোর একটি উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ থাকবে যাদের বার্ষিক আয়র ৬৩,৪২৯ ডলার থেকে ১৮৩,৩০০ ডলারের মধ্যে তাদের জন্য এবং এই আয়সীমার মধ্যে মাসিক ১,৮৫০ ডলার ভাড়ায় ৭৮টি স্টুডিয়ো বরাদ্দ করা হবে। ৭৮,৬৮৬ ডলার থেকে ১৩৩,১২০ ডলার আয়সীমার লোকদের জন্য মাসিক ২,২৯৫ ডলার ভাড়ায় এক বেডরুমের ১৮০ টি অ্যাপার্টমেন্ট, ৯৫,১৪৩ ডলার থেকে ১৫৯,৬৪০ ডলার পর্যন্ত আয়সীমার লোকদের জন্য মাসিক ২,৭৭৫ ডলার ভাড়ায় ৭৭টি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ১০৯,৭১৫ ডলার থেকে ১৮৩,৩০০ ডলার পর্যন্ত আয়সীমার লোকদের জন্য মাসিক ৩,২০০ ডলার ভাড়ায় দুটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট বরাদ্দ করা হবে। আবেদন করার সময় সম্ভাব্য ভাড়াটেদেরকে অবশ্যই আয়ের শর্ত ও বাড়ির আয়তনের প্রয়োজনের শর্তাবলী পূরণ করতে হবে।


advertisement

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.