বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
অনুষ্ঠানের প্রধান অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেংসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি। অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনটি সেবাধর্মী কর্মকান্ডের জন্য বরাবরই প্রশংসিত হয়ে আসছে কমিউনিটিতে। সামাজিক, সাংস্কৃতিক ও মূলধারার রাজনীতির অঙ্গনেও অবদান রেখে চলেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে গত ৪ আগস্ট সোমবার সংগঠনটি কমিউনিটি বারবিকিউ’র আয়োজন করে স্থানীয় কানিংহাম পার্কে। দিনভর আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণ করেন অসংখ্য বাংলাদেশী নারীপুরুষ ও শিশু। সংগঠনের সদস্যদের পরিবার ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি।
বারবিকিউ পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন নিউইয়র্ক কংগ্রেসনাল ৬ এর কংগ্রেসওম্যান গ্রেস মেং। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, কাউন্সিম্যান লিন্ডা লি, কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর প্রতিনিধি রোকেয়া আক্তার সহ অন্যান্য প্রতিনিধি। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভূয়সী প্রশংসা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির এবং এর নেতৃত্বের। কংগ্রেসওম্যান গ্রেস মেং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, বাংলাদেশী কম্যুনিটি সব সময় তার পাশে রয়েছে, তিনি বাংলাদেশীদের পাশে রয়েছেন। যে কোন প্রয়োজনে তার সাথে যোগাযোগের আহবান জানান গ্রেস মেং । তিনি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন পলিসির তীব্র সমালোচনা করেন।।
উপদেষ্টাদের মধ্যে বারবিকিউ পার্টিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদনূর নূর, রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, উপদেষ্টা ডা. টমাস দুলু রায়, অধ্যাপিকা হুসনে আরা, সাহাব উদ্দিন সাগর, শাহ জে. চৌধুরী ও আমিনুল ইসলাম চন্নু।
সকাল ১১টা থেকে শুরু হয় বারবিকিউ পার্টি। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সেক্রেটারি এনায়েত মুন্সীর নেতৃত্বে একদল সুশৃঙ্খল কর্মী আকর্ষণীয় করে তোলে পার্টিকে। বিশেষ করে উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ জে মোল্লা সানি, প্রধান সমন্বয়কারী ইকবাল আহমদ ও সদস্য সচিব নওশাদ হায়দারসহ প্রত্যেক সদস্যকে দেখা যায় কর্মব্যস্ত। বড় মাপের বনভোজনের আদলে বারবিকিউ পার্টিতে ছিল চা-পান থেকে শুরু করে সব ধরনের খাবারের আয়োজন। বারবাকিউ পাটির্তে খাবারের মধ্যে ছিলো ভিন্নতা । বাচ্চাদের জন্য হাটডগ, অভিভাবকদের জন্য মুড়ি ভক্তা, আম ভর্তাসহ নানা ভিন্ন আয়োজন। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আয়োজন সবার পছন্দ হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা করেছে।
সাংস্কৃতিক পর্ব ও র্যাফল ড্র’র ব্যবস্থাও ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মারিয়া মৌ ও নিপা জামান। চমৎকার আবহাওয়ায় পড়ন্ত বিকেলে জমে উঠে অনুষ্ঠানটি।শেষ বিকেলে ছিলো র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ শেষে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠান সফল এবং স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
পুরো দিন ধরেই সংগঠনটির উপদেষ্টা ও নির্বাহীগণ উপস্থিত থেকে আনন্দঘন করে তোলেন বারবিকিউ পার্টিকে।কার্যকরি কমিটির কর্মকর্তাদের মধ্যে বারবিকিউ পার্টিতে সাবেক সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, জে. মোল্লা সানি, সংগঠনের সিনিয়র সহ সভাপতি এ এফ মিসবাউজ্জামান, সংগঠনের সহ সভাপতি কামরুল ইসলাম সনি, নওশাদ হোসেন, রাশেদুজ্জামান হিমু, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ আক্তার বাবুল, লিটন আহমেদ, অমল সরকার, মুরাদ আহমদ, সাইফ আলম, নেছার ভূঁইয়া রাসেল, সাইফুল ইসলাম রিয়াদ, ইকবাল আহমদ, ইফফাত ইয়াসমিন, নিপা জামান, জিল্লুর রহমান, শরীফ হোসেন, তামান্না আইরিন, মাহিন উদ্দিন পাটোয়ারী।
বারবিকিউ পার্টিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট লোন অফিসার আকিব হোসেন, বিশিষ্ট রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, আতিকুল ইসলাম জাকির, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ফারহানা চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের একাংশের কোষাধ্যক্ষ মইনুজ্জামান, কম্যুনিটি এক্টিভিস্ট দিলীপ নাথ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল, মাহমুদ খান সুলতান, আবু জাফর, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ডিউক খান, সৈয়দ রাব্বী, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, মাদারিপুর সমিতির সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh