নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
নিউইয়র্ক সিটির ট্যাক্সিচালকদের সুবিধার জন্য টিএলসি নতুন একটি কর্মসূচী হাতে নিয়েছে। যারা ট্যাক্সি চালক এবং ইয়ালো ও গ্রিন ক্যাব মালিক তাদের জন্য ড্রাইভার এনওয়াইসি ট্যাক্সি নামে একটি এ্যাপ চালু করেছে। এর ফলে ইয়ালো ও গ্রিন ক্যাব মালিকদের সাথে টিএলসি লাইসেন্সধারী ড্রাইভার যারা ইয়ালো ও গ্রিন ক্যাব চালাতে আগ্রহী তাদের যোগাযোগ সহজ হবে।
এই এ্যাপের মাধ্যমে ট্যাক্সি চালাতে আগ্রহী ড্রাইভাররা সাইনআপ করলে তারা যে ট্যাক্সি চালাতে স্বাচ্ছন্দ বোধ করবেন, তা পিক আপ করার লোকেশন সহ তা বাছাই করার সুযোগ পাবেন। সেই সাথে তারা ট্যাক্সির মডেল, লিজের শর্ত, লিজের ফিস সম্পর্কেও জানতে পারবেন। সাইনআপ করলে টিএলসির ড্রাইভাররা নিয়মিত ইমেইলে ট্যাক্সি সম্পর্কিত এবং সহজলভ্যতা বিষয়ে তথ্য পাবেন। আগ্রহী ড্রাইভারদের অগ্রাধিকারের ভিত্তিতে তারা ট্যাক্সি মালিকদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। দ্বারা উক্ত তথ্য পেতে আগ্রহী তারা ই-মেইল যোগাযোগ করতে পারেন. ওয়েবসাইট I.nyc.gov/site/tlc/about/drivenyctaxi.page ভিজিট করে। এছাড়াও উক্ত এ্যাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন drivenyctaxi@tlc.nyc.gov ইমেইলে।
Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh