বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
গত ২ ডিসেম্বর শপথ গ্রহণ করেছেন কুইন্স ব্যরো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাভান রিচার্ড। কুইন্সের ১২২ বছরের ইতিহাসে এই প্রথম একজন কৃষ্নাঙ্গ এই পদে আসার সুযোগ পান। গত নভেম্বর মাসে তিনি রিপাবলিকান প্রার্থী যোয়্যান আরিওলাকে ৩১২,৯৪৭ ভোটের ব্যাবধানে পরাজিত করেন। আগামী ১ জানুয়ারি, ২০২১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করবেন।
বর্তমান অস্থায়ী প্রেসিডেন্ট শ্যারোন লি থেকে ক্ষমতা বুঝে নেয়ার জন্য ইতিমেধ্যে ১০০ সদস্যের একটি ট্রানজিশন টিম গঠন করা হয়েছে, যাদের মূল দায়িত্ব হবে বিদায়ী এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে যোগসংযোগ তৈরি করা এবং নবনির্বাচিত প্রশাসনকে ক্ষমতা পরিচালনার জন্য তৈরি করে দেয়া।
এই ট্রানজিশন টিমে ৪ জন বাংলাদেশীকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হচ্ছেন, লেবার লিডার মাফ মিসবাহ্উদ্দিন, সাউথ এশিয়ান আমেরিকান ভয়েস এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড: ইমরুল কবির, ডিষ্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসাইন এবং জ্যাকসন হাইটস্ এর ব্যবসায়ী মোহাম্মদ রশিদ।
কুইন্স ব্যোরো প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে, ডনোভান রিচার্ডস্ দক্ষিণ-পূর্ব জ্যামাইকার একজন কাউন্সিল মেম্বার ছিলেন। গত জানুয়ারিতে প্রাক্তন কুইন্স ব্যরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাট্জ ডিষ্ট্রিক্ট এটর্নি পদে যোগ দেয়ার পর পদটি খালি হয়ে যায়। এরপর মার্চ মাসে পদটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও, করোনা মহামারীর কারণে তা বিলম্বিত হয়। উল্লেখ্য যে, আগামী জুন ২০২১ এ এই পদটির জন্য আবারো প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh