নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
আশির দশকের ব্যান্ডসংগীত জগতের অন্যতম সেরা তারকা নকীব খান। সম্প্রতি নিউইয়র্কে এক সংগীত সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হৃদয় জয় করে নেন সোলস ও রেনেসাঁ ব্যান্ডের প্রধান এই ভোকালিস্ট।
৭ আগস্ট বৃহস্পতিবার উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নকীব খান অংশ নেন। শোটাইম মিউজিকের বিশেষ সহযোগিতায় এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠন, ফাউমা ও কেবি মিউজিকের তত্ত্বাবধানে এ আয়োজন হয়। অনুষ্ঠানের সাফল্যের পেছনে ছিলেন আয়োজক কামরুজ্জামান বকুল, ফাহাদ সোলায়মান, সাইদুজ্জামান রিড, সাকিল মিয়া ও খায়রুল ইসলাম খোকন। সাউন্ড গিয়ারের দক্ষ কারিগরি ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কিবোর্ডে নকীব খান ছিলেন যেন এক সংগীতের জাদুকর—যার সুরের মায়াজালে বুঁদ হয়ে ছিলেন দর্শক–শ্রোতারা। অনবদ্য ড্রাম বাজিয়ে মুগ্ধ করেন সাইদুজ্জামান রিড।
শুরুতে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, আফতাব জনি, তৃণিয়া হাসানসহ আরও কয়েকজন অতিথি শিল্পী। তাদের পরিবেশনা মূল পর্বের আগে অনুষ্ঠানের আবহ তৈরি করে দেয়। রাত যত গভীর হয়, পরিবেশ ততই ঘোরলাগা হয়ে ওঠে। দর্শক–শ্রোতারা যেন হারিয়ে যান স্মৃতির সুরেলি ভুবনে।
কনসার্টের মধ্যমণি নকীব খান তার অসাধারণ গায়কি ও পরিবেশনায় উপহার দেন এক অনন্য অভিজ্ঞতা। তার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজকরা সম্মিলিতভাবে তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল। এই উদ্যোগের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় রিজিয়া পারভিন, কামরুজ্জামান বকুল, সাইদুজ্জামান রিড, ফাহাদ সোলায়মান, সাকিল মিয়া এবং সংশ্লিষ্ট সবার প্রতি। জ্যাকসন হাইটস এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় সাউন্ড গিয়ার, নেহের সিদ্দিকী, তুষার পিক, ইউএস বাংলা এবং সব সংগীত ও যন্ত্রসংগীত শিল্পী, উপস্থাপক, উপস্থাপিকা ও উপস্থিত শুভানুধ্যায়ীদের।
Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh