বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে মেয়র আরিফকে জালালাবাদবাসীর সংবর্ধনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

নিউইয়র্কে মেয়র আরিফকে জালালাবাদবাসীর সংবর্ধনা

যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ এসোসিয়েশনের নাগরিক সংবর্ধনা সমাবেশে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়ন-অভিযাত্রা প্রসঙ্গে বললেন, সিলেট সিটিকে সর্বাধুনিক একটি নগরীতে পরিণত করার অভিপ্রায়ে বিখ্যাত স্থাপত্যবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে আরো কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শক্রমে একটি মহাপরিকল্পনা সরকার সমীপে সাবমিট করেছি। যেখানে সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। পানি নিষ্কাশনসহ রাস্তা, পরিবেশ সুরক্ষার্থে সবুজায়ন, ভবনগুলো সুবিন্যস্ত করার প্রস্তাবও রয়েছে। সেটির অনুমোদনের পর বাস্তবায়িত হলে আশা করছি সিলেটের চেহারায় অনেক পরিবর্তন আসবে।


৬ নভেম্বর রবিবার দুপুরে জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের মিলনায়তনে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি নেতা ও সিটি মেয়র আরিফ বলেন, সিলেটের প্রতিটি মেডিক্যাল সেন্টার তথা হাসপাতালকে কনভিন্স করতে সক্ষম হয়েছি ব্যবহার্য যন্ত্রপাতি নালা-নর্দমায় না ফেলে সেগুলো বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। এরফলে পানি দূষণ এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই পরিকল্পনাকে সকলে সমর্থন দিয়েছেন। দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রতিনিধিত্বকারি প্রবাসীগণের এ সমাবেশে মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল করতালির মধ্যে আরো বলেন, নগরবাসীর অকুণ্ঠ সমর্থনে এশিয়ার মধ্যে সেরা বলে বিবেচিত সিলেটে যে সেন্ট্রাল বাস টার্মিনাল নির্মাণ করেছি, তার উদ্বোধন হবে ৫ ডিসেম্বর। এর আগে চমৎকার একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করেছি।


সিলেটের চলমান উন্নয়নের আলোকে মেয়র আরিফ উল্লেখ করেন, আগামী জানুয়ারিতে যারা দেশে যাবেন তারা দক্ষিণ সুরমাকেও সহজে চিনতে পারবেন না। সেভাবেই সাজানো হচ্ছে পুরো এলাকা। রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। জলাবদ্ধতার কবল থেকেও সিলেটকে রক্ষার চেষ্টা করেছি। অনেকটা সফলও হয়েছিলাম। তবে সাম্প্রতিক বন্যার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে দুটো হাওর পুরোপুরি বেদখল হয়ে গেছে। এরফলে পানি নিষ্কাষনের চ্যানেল ঠিকমত কাজ করেনি।


৫ থেকে ৬ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হতে পারেনি। হাওরগুলো হচ্ছে সিটির বাইরে। আরেকটি কারণ হচ্ছে, সিলেট থেকে কোম্পানীগঞ্জের মধ্যে যে সড়ক, সে রোডের একটি অংশ বঙ্গবন্ধু হাইড পার্ক হয়ে ওদিকে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাষণের চ্যানেলগুলো যেভাবে থাকার কথা সেভাবে আমরা রাখতে পারিনি। যারজন্য, আসাম ও চেরাপুঞ্জের বৃষ্টির পানির ঢল সিলেট শহরে এসেছে। এহেন অবস্থার অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি বিবরণী সাবমিট করেছি তাঁর হাতে। সেখানে আমি উল্লেখ করেছি যে, সিটি কর্পোরেশনের অর্থে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। কেন্দ্রীয় সরকারের সহায়তা দরকার। গত একশত বছরের মধ্যে সুরমা নদী খনন করা হয়নি, সে অনুরোধও রয়েছে প্রধানমন্ত্রী সমীপে। মেয়র বলেন, আমি নির্বাচিত হবার ১০/১৫ বছর আগে উপশহরগুলো গড়ে উঠেছে। সেগুলোর পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা দূর করার কোন সুযোগই নেই। সেগুলো পার্শ্ববর্তী নদীর পানির উচ্চতা থেকে ৪/৫ ফুট নীচুতে। ফলে বন্যার প্রারম্ভেই সয়লাব হয়ে যাচ্ছে সেগুলো। সে ব্যর্থতার দায়ও আমাকে নিতে হচ্ছে।

আয়োজক সংগঠনের সেক্রেটারি মইনুল ইসলামের পরিচালনায় এ সংবর্ধনা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. জিয়াউদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, নিউজার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, বিএনপি নেতা জিল্লুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম, এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন, তোফায়েল আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, জাসদ নেতা দেওয়ান শাহেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, বিএনপি নেতা খলকুর রহমান, মিজানুর রহমান, আতিকুল হক আহাদ, সাইফুল খান হারুন, এসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক এবাদ চোধুরী, সোসাইটির সাবেক সহ সভাপতি ফারুক চৌধুরী, কলামিস্ট আহবাব চৌধুরী খোকন, হাজী লেইছ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুস শহিদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, বিয়ানীবাজার সমিতির প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সিলেট সদর এসোসিয়েশনের একাংশের সভাপতি আব্দুল মালেক লায়েক।

advertisement

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.