শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নির্বাহী কমিটির বড় অংশের প্রতিবাদ, জালালাবাদ ভবন উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

নির্বাহী কমিটির বড় অংশের প্রতিবাদ, জালালাবাদ ভবন উদ্বোধন

অবশেষে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর নিজস্ব ভবন উদ্বোধন হলো। অবসান হলো সকল জল্পনা-কল্পনার। রোববার (৮ জানুয়ারী) সন্ধ্যায় ভবনটিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র। উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি হেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ ও কোষাধ্যক্ষ মইনুল ইসলামের (বর্তমান সাধারণ সম্পাদক) প্রচেষ্টায় কুইন্সের এস্টোরিয়ায় প্রায় সাড়ে ৮ লাখ ডলারে ভবনটি ক্রয় করা হয়। সংশ্লিস্টদের মতে এই ভবন ক্রয়ে সবচেয়ে বেশি অবদান মইনুল ইসলামের। ভবন ক্রয় ছিলো তার নির্বাচনী প্রতিশ্রুতিও। যদিও ভবনটি ক্রয় প্রক্রিয়া নিয়ে মইনুল ইসলামের বিরুদ্ধে অনেকেরই নানা অভিযোগ ছিলো। নিউইয়র্ক (ইউএনএ)

তারপরও ভবনটি হয়েছে এতেই অনেকে খুশি। আর এই ভবন উদ্বোধনের মধ্যদিয়ে মইনুল ইসলামের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।


অপরদিকে ব্যক্তিগত নামে ক্রয় করা ভবন জালালাবাদ এসোসিয়েশনের নামে হতে পারে না বলে সভাপতি বদরুল হোসেন খান সহ কার্যকরী কমিটিতে তার সমর্থকরা বিষয়টি মেনে নিতে পারছেন না। ফলে তারা ভবন উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছেন বলে এসোসিয়েশনের কেউ কেউ মনে করছেন।এদিকে এসোসিয়েশনের সাবেক সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ‘জালালাবাদ ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য মনজুর আহমেদ চৌধুরী, সিলেট সদর থানা সমিতির সভাপতি রানা চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক কোষাধ্যক্ষ আতাউল খান আসাদ ও সাবেক প্রচার সম্পাদক এম এ করিম সহ জুনেদ খান, দুলাল মিয়া (হাজী এনাম), খলিল আহমেদ, আসাদ উদ্দীন, শেফাজ, শেখ জামাল হোসাইন, এম এন মজুমদার, এ এফ এম মিসবাহউজ্জামান, আব্দুল জব্বার, মাসুক মিয়া, পংকি মিয়া, মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, রুমানা আহমেদ, মনির আহমেদ, জালাল আহমেদ, শাহ মিজান, ফারুক শামীম, মোদাব্বির হোসেন, আব্দুল রাজা, হাজি আব্দুল জব্বার, শামসুল ইসলাম, আযম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ভবন ক্রয়ের জন্য বর্তমান সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, জালালাবাদ এসোসিয়েশন নিয়ে আমাদের মাঝে কোন বিরোধ নেই। সবার সহযোগিতায় জালালাবাদ এসোসিয়েশন ভবন হয়েছে, আমাদের স্থায়ী ঠিকানা হলো। এই ভবন যতদিন থাকবে ততদিন মইনুল ইসলামের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা তার বিশেষ সহযোগিতায় ভবনটি ক্রয় হয়েছে। বক্তারা সকল দ্বিধা-বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।


জবাবে সাধারণ সম্পাদক মইনুল ইসলাম আজ জালালাবাদবাসীদের স্বপ্ন পুরণ হলো। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ভুল-ত্রুটি হতে পারে, কিন্তু ভবন হয়েছে। এই ভবন সকল জালালাবাদবাসীর। তিনি বলেন, জালালাবাদ ভবনের মর্টগেজ মাসে সাড়ে ৫ হাজার ডলার। ২টি ফ্লোর থেকে ভাড়া পাচ্ছি বা পাবো মাসে সাড়ে ৬ হাজার ডলার। এ দিক থেকে আমরা লাভে আছি। ভবনের ওয়াকিং বেজমেন্ট সংগঠনের অফিস হিসেবে ব্যবহার হবে। জালালাবাদ ভবন চলবে নিজস্ব আয় থেকেই। বেজমেন্টের হল রুমটি সিলেটের ১১টি উপজেলাবাসীর জন্য উন্মুক্ত।

তারা বিনা অর্থে এটি ব্যবহার করতে পারবেন। আারো উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান সহ বর্তমান কমিটির অনেকেই ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ফলে জালালাবাদ এসোসিয়েশনে কেউ কেউ বিভক্তি বা ভাঙ্গণের আভাষ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন। এদিকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর প্রচার সম্পাদক ফয়সল আহমদ কর্তৃক ৭ জানুয়ারী, শনিবার (৭ জানুয়ারী) প্রেরীত ‘ব্যক্তি মালিকানাধীন ভবনকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ভবনের নামে অপপ্রচারের প্রতিবাদে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র প্রতিবাদ’ শীর্ষক এক বিবৃতিতে বলা হয়েছে:


‘যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ এসোসিয়েশনের নিজস্ব কোন ভবন নেই। বর্তমান কার্যকরী কমিটি, প্রাক্তন কার্যকরী কমিটি কিংবা সম্মানিত উপদেষ্টা পরিষদ কারো দ্বারা এ ধরনের প্রক্রিয়াও গ্রহণ করা হয়নি। কতিপয় ব্যক্তিবর্গ তাদের নিজস্ব নামে ক্রয়কৃত ভবনকে জালালাবাদ এসোসিয়েশনের ভবন হিসেবে পরিচিতি দিতে প্রাণান্ত প্রচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা জ্ঞাত হয়েছি। আমরা জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর কার্যকরী কমিটি এ ধরনের হীন উদ্দেশ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অযাচিত উদ্যোগ প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত সুশৃংখল ও ঐতিহ্যবাহী মানবিক সংগঠনকে বিতর্কিত এবং বিশৃঙ্খল সংগঠনে পরিণত করার স্বার্থান্বেষী অপচেষ্টা বলে মনে করি। কোন অপশক্তি দুষ্টচক্র কর্তৃক বৃহত্তর সিলেটবাসীর ঐক্য- সংহতির প্রতীক, বিশ্বময় সমাদৃত এ মহতি সংগঠনের নামে অপপ্রচার থেকে সাবধানতা ও দূরত্ব বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে আহবান জানাচ্ছি।’

জালালাবাদ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

এদিকে গত ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ওজোন পার্কের মমোস পার্টি হলে অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র কার্যকরী কমিটির মাসিক সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলামকে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তে বলা হয় যে তিনি যখন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার গত কমিটির কোষাধ্যক্ষ ছিলেন তখন তার ব্যক্তিগত কর্পোরেশন ‘জালালাবাদ ইউএসএ ইনক’র নামে বাড়ি ক্রয় করতে অগঠনতান্ত্রিক পন্থায় সংগঠনের ব্যাংক হিসাব থেকে উত্তোলনকৃত সমুদয় অর্থ অনতিবিলম্বে সংগঠনের ব্যাংক একাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করায় এবং উল্লেখিত ভবনকে কার্যকরী কমিটি বা উপদেষ্টা পরিষদের অনুমতি ব্যাতিরেকে জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয় বা ভবন হিসাবে অপপ্রচার চালানোর অভিযোগে “জালালাবাদ ইউএসএ ইনক’ কর্পোরেশনের নামে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ব্যাংক হিসাব থেকে উত্তোলিত সমুদয় অর্থ কেন সংগঠনের ব্যাংক একাউন্টে জমা দেননি এবং উল্লেখিত ভবনকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র কার্যালয় বলে অপপ্রচারের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এম ডি লোকমান হোসেন, সহ সভাপতি সফিউদ্দিন তালুকদার, সহ-সাধারণ সম্পাধক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সাহিত্য সম্পাদক হোসেন আহমদ, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ হাসান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, কার্যকরী সদস্য শামীম আহমদ, কার্যকরী সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক। সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তে সংগঠনের আগামী সাধারণ সভা আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠান, জালালাবাদ এসোসিয়েশনের উদ্ভূত পরিস্থিতির আলোকে সংগঠনের প্রাক্তন কর্মকর্তাদের সাথে আগামী ১৬ জানুয়ারি মতবিনিময় সভা অনুষ্ঠান, যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন ও ইফতার মাহফিল আয়োজন অন্যতম। এছাড়া বাংলাদেশের বন্যাদুর্গতদের মাঝে ২৩,০০০ (তেইশ হাজার ডলার) বিতরণ উপলক্ষে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ হলেন- কমিটির সদস্যগণ হলেন- সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম।

advertisement

Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.