নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
‘প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র’ গঠনের এক বছর পেরিয়েছে। প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছে গত ২ আগস্ট শনিবার জ্যাকসন হাইটসে। ডঃ মুহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে ও সোহেল হামিদ এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক ‘এখন সময়’ সম্পাদক ও এমসিটিভি’র সিইও কাজী শামসুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন নুরুল ইসলাম সরকার ও অনুবাদে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার ও টিভি উপস্থাপক জি এম ফারুক খান। সূচন বক্তব্য দেন আহ্বায়ক ডঃ আবুল কাসেম । প্রধান অতিথি কাজী শামসুল হক প্রবাহ’র বহমান ধারায় প্রবাসে সুস্থ সাহিত্য চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান । বিশেষ অতিথি বিশিষ্ট কবি নুরুল মোস্তফা রইসী সত্য ও সুন্দরকে ধারন করে প্রবাহ’র কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ প্রেস ক্লাব এর সেক্রেটারি মোমিনুল ইসলাম মজুমদার অশ্লীলতা মুক্ত সাহিত্য সংস্কৃতির চর্চার মাধ্যমে ও এর বিকাশে প্রবাহ’র সাহিত্য অঙ্গনে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। গবেষক ও চিন্তাবিদ ইমাম উদ্দিন চৌধুরী সত্য ও সুন্দরের বিকাশে সৃজনশীল সাহিত্য চর্চার আহ্বান জানান ।
গ্রিন টাচ এর সিইও লিয়াকত এলাহী প্রবাহ’র বিস্তৃতির জন্য পরামর্শ দেন । বিশিষ্ট সংগঠক ও সাহিত্যপ্রেমী শাহ আলম বলেন, ধর্ম ও সাহিত্যের মধ্যে কোন সংঘাত নেই। কোরআনের সুরায় স্পষ্ট ও শ্রেষ্ঠ সাহিত্যের অবতারণা হয়েছে। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কলামিস্ট ও কবি এস এম মোজাম্মেল হক, কবি আবুল বাশার, সাউথ কেরোলাইনা থেকে আগত কবি মোশাররফ হোসেন।
আবৃত্তি পর্বে বিশিষ্ট বাচিক শিল্পী জি এম ফারুক খান আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘শেষ ভাষণ’ ভরাট কন্ঠে ‘বিদ্রোহী’কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার এম এ সাদেক এবং সর্বশেষে নাসিরুল আলম পান্থ একটি কবিতা আবৃত্তি করে শ্রোতা দর্শকদের প্রশংসা কুড়ান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এডভোকেট হুমায়ন কবির চৌধুরী, রেজাউল করিম কিরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই গাজী গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শাহ আলম, তোফাজ্জল হোসেন, আশেক এলাহী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ‘প্রবাহ’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন বের করা হয় ও অনুষ্ঠানে সকলের কাছে বিতরণ করা হয়। ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh